1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২ - Dainik Cumilla
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিসেম্বরে নির্বাচন দেন,সেনাবাহিনী প্রস্তুত আছে-কুমিল্লায় বরকত উল্লাহ বুলু জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্কমুক্ত হবে দেশ: জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের “ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্রে শ্রমিকরা আর যাবে না” -আব্দুস সালাম আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ বেগম খালেদা জিয়ার জন্মদিনে নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের বিষ্ণপুর ওয়ার্ড যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা সৎকার কাজে উপজেলা প্রশাসনের সহায়তা চৌদ্দগ্রামে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ, থানায় মামলা আলাউদ্দিন মেম্বারের কবর জিয়ারত ও আলিয়ারা গ্রামবাসীর সাথে জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাতের মতবিনিময় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চুরি করা মোবাইল বিক্রি করতে গিয়ে ২ চোর আটক, গাছে বেঁধে গণধোলাই

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৮০ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। নিহতরা হলো: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর এলাকার তারাপুস্করনী গ্রামের মো: শহীদ উল্লাহর ছেলে মো: দেলোয়ার হোসেন (২৪) ও একই এলাকার ধনপুর গ্রামের মো: বাবুল মিয়ার ছেলে মো: সাগর (২২)। এ ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন একই গ্রামের মো: রায়হান নামে অপর এক প্রবাসী যুবক। শুক্রবার (১১ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: শাহাদাত হোসেন।

তিনি জানান, প্রত্যক্ষদর্শী সূত্রে জানতে পেরেছি, শুক্রবার দুপুর আড়াইটায় সদর দক্ষিণ উপজেলার ধনপুর গ্রামের প্রবাসী রায়হান তার বন্ধুদের নিয়ে একই মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়। পরে মহাসড়কের লালবাগ মোড় থেকে একটু দক্ষিণে চট্টগ্রামমুখী লেনে উপজেলার চাঁন্দশ্রী এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা একটি গাড়ীর ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেল আরোহীরা মহাসড়কে ছিটকে পড়ে যায়। পরে পেছন থেকে অপর একটি গাড়ী তাদেরকে ধাক্কা দেয়। এ সয়ম গাড়ীর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মো: দেলোয়ার হোসেন নামে এক যুবক নিহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা এগিয়ে এসে অপর আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে। সংবাদ পেয়ে নিহতের স্বজনরা থানায় আসলে নিহতের পরিচয় সনাক্ত করা হয়। জানা গেছে, আহতদের মধ্যে সাগর নামে এক যুবক চিকিৎসাধিন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছে। রায়হান নামে অপর আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। পরে আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। পরে একই ঘটনায় আরেক আহত যুবক কুমিল্লা মেডিকেলে মৃত্যুবরণ করেছে। একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD