1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
চৌদ্দগ্রামে দশম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়া চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি নবগঠিত কমিটির পরিচিতি সভা যৌন নিপীড়নের অভিযোগে কুবির দুই শিক্ষককে পদাবনতি কুমিল্লায় বকশিসে টাকা ভাগাভাগি নিয়ে সহকর্মীকে হত্যার দায়ে আরেক সহকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লায় আ. লীগ নেতা জাকির গ্রেপ্তার কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজট কুমিল্লা টেলিস্কোপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান

চৌদ্দগ্রামে দশম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন

  • প্রকাশিতঃ সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৭৫ বার পঠিত

 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে দশম বেতন গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উদ্যোগে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করেন চৌদ্দগ্রামে কর্মরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের একটি প্রতিনিধি দল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (০৭ অক্টোবর) বিকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ গেইটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ এ মানবন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষকদের এক দফা ন্যায্য দাবি দশম গ্রেড বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানিয়ে বক্তব্য রাখেন যুুগিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান, মাসকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মিজানুর রহমান, বাতিসা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খায়রুল ইসলাম, নানকরা সকরারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আমির হোসেন, চৌদ্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: হুমায়ুন কবির, পাঁচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী জহিরুল ইসলাম, চন্দন চন্দ্র সাহা, বুধড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন মাহফুজ, ধনুসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রায়হান মজুমদার, চাঁন্দ্রশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ নেওয়াজ খন্দকার প্রমুখ।

সংক্ষিপ্ত বক্তব্যে সহকারী শিক্ষকরা বলেন, নোবেল বিজয়ীর দেশে শিক্ষকরা বেতন বৈষম্য সহ নানান অবহেলায় জর্জরিত। বেতন বৈষম্য এবং বর্তমান দ্রব্যমূল্যের বাজার উর্ধ্বগতির ফলে শিক্ষকদেরকে সংসার চালাতে গিয়ে ঋণের বোঝা মাথায় নিতে হচ্ছে। আমরা বিশ্বাস করি, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বেতনের সাম্যতা ফিরিয়ে আনতে এবং শিক্ষকদের মর্যাদা প্রদানে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ন্যায্য এক দফা দাবি দশম গ্রেড বাস্তবায়নে সদয় হবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD