1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সপ্তাহ ২০২৪ পালিত - Dainik Cumilla
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের সর্বস্তরের মানুষকে ২৬ এপ্রিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করার আহবান ব্রাহ্মণপাড়ায় বিয়ের তিনমাসের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে কুবি শিক্ষার্থীদের সংহতি: প্রতীকী অনশন ও ভিসির পদত্যাগ দাবি বিএনপি কর্মী হত্যা মামলার আসামি লোকমান হোসেন ব্রাহ্মণপাড়া থেকে গ্রেপ্তার কুমিল্লার বরুড়ায় গোসল করতে এসে ১ কিশোরের মৃত্যু ২ জন আহত চৌদ্দগ্রামে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ভুক্তভোগিদের সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে বিধবাকে সেলাই মেশিন উপহার দিল স্বপ্নপূরণ ফাউন্ডেশন কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ কিশোরের মৃত্যু কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২৬ কমিটি গঠন-রাসেল সভাপতি, সৌরভ সাধারণ সম্পাদক কুমিল্লায় গোমতী নদীর চরে খাদে পড়ে এক কিশোরের মৃত্যু

ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সপ্তাহ ২০২৪ পালিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৯ বার পঠিত

 

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের যথাযথ মানসিক বিকাশ ও শারীরিক সুস্থতার কথা বিবেচনা করে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় প্রতি বছর বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলার আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় এ বছর বিশ্ববিদ্যালয় এর সকল ছাত্র-ছাত্রী, অফিসার, স্টাফ ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দের জন্য সপ্তাহব্যাপী “ক্রীড়া সপ্তাহ ২০২৪” এর আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় ক্যারাম, দাবা ও লুডু খেলার আয়োজন করা হয়, যেখানে ব্রিটানিয়া পরিবারের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ, অফিসার ও স্টাফদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনটিকে বর্ণিল করে তোলে।

২৫শে সেপ্টেম্বর ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে “পুরস্কার বিতরণী অনুষ্ঠানের” আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ডঃ সুরজিৎ সর্ববিদ্যা, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ প্রফেসর মো: মিজানুর রহমান এবং ডিরেক্টর এডমিন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল হক। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধানসহ সকল অনুষদের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বিশ্ববিদ্যালয় এর সকল অফিসার ও স্টাফবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রভাষক ও বার্ষিক ক্রীড়া সপ্তাহ ২০২৪ এর আহ্বায়ক আবদুল্লাহ আল মারুফ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইন বিভাগের ছাত্র শওকতুল ইসলামের ক্যারাটে প্রদর্শন অনুষ্ঠানটিকে বিশেষ মাত্রা এনে দেয়। সম্মানিত অতিথিরা সকল খেলার বিজয়ী ও রানারআপদের মাঝে পুরস্কার তুলে দেন। অতিথিরা বক্তব্যে পড়ালেখার পাশাপাশি এ জাতীয় ইভেন্টগুলো নিয়মিত
আয়োজনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD