1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সপ্তাহ ২০২৪ পালিত - Dainik Cumilla
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আত্মবিশ্বাস থাকলে অল্পসংখ্যকও অধিকের উপর জয়ী হওয়া যায়: ড. সৈয়দ সরওয়ার ছিদ্দিকী লাকসামে বহিষ্কৃত যুবদল নেতার মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে যায়, নিহত ১ নাঙ্গলকোটে বিএনপি সভাপতি-সম্পাদককে কাউন্সিলর না করে সম্মেলন, কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চৌদ্দগ্রাম থানার আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাউদকান্দিতে বৃক্ষরোপন-র‍্যালী কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, অস্ত্র সহ একজন গ্রেপ্তার কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত আলেম-উলামারা ঐক্যবদ্ধ হলে নতুন বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে: ড. মোবারক হোসাইন

ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সপ্তাহ ২০২৪ পালিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

 

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের যথাযথ মানসিক বিকাশ ও শারীরিক সুস্থতার কথা বিবেচনা করে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় প্রতি বছর বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলার আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় এ বছর বিশ্ববিদ্যালয় এর সকল ছাত্র-ছাত্রী, অফিসার, স্টাফ ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দের জন্য সপ্তাহব্যাপী “ক্রীড়া সপ্তাহ ২০২৪” এর আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় ক্যারাম, দাবা ও লুডু খেলার আয়োজন করা হয়, যেখানে ব্রিটানিয়া পরিবারের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ, অফিসার ও স্টাফদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনটিকে বর্ণিল করে তোলে।

২৫শে সেপ্টেম্বর ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে “পুরস্কার বিতরণী অনুষ্ঠানের” আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ডঃ সুরজিৎ সর্ববিদ্যা, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ প্রফেসর মো: মিজানুর রহমান এবং ডিরেক্টর এডমিন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল হক। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধানসহ সকল অনুষদের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বিশ্ববিদ্যালয় এর সকল অফিসার ও স্টাফবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রভাষক ও বার্ষিক ক্রীড়া সপ্তাহ ২০২৪ এর আহ্বায়ক আবদুল্লাহ আল মারুফ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইন বিভাগের ছাত্র শওকতুল ইসলামের ক্যারাটে প্রদর্শন অনুষ্ঠানটিকে বিশেষ মাত্রা এনে দেয়। সম্মানিত অতিথিরা সকল খেলার বিজয়ী ও রানারআপদের মাঝে পুরস্কার তুলে দেন। অতিথিরা বক্তব্যে পড়ালেখার পাশাপাশি এ জাতীয় ইভেন্টগুলো নিয়মিত
আয়োজনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD