1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ভিক্টোরিয়া কলেজের ৫৬তম অধ্যক্ষ আবুল বাশার ভূঁঞা - Dainik Cumilla
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় সরকারি চাল আত্মসাতে বিএনপি নেতার ছয় মাসের কারাদণ্ড চৌদ্দগ্রামে শাহিদা হত্যাকান্ডের রহস্য উদঘাটন, বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা করলো স্বামী নাঙ্গলকোটের জোড্ডা বাজার সিদ্দিকিয়া আলিম মাদরাসা নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা মাদক সেবন করে হলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উগ্র আচরণ, নিশ্চুপ প্রশাসন নাঙ্গলকোটে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট ব্রাহ্মণপাড়া মাধবপুর ইউনিয়ন গ্রাম পুলিশের দায়িত্ব পালনে অবহেলা, ব্যাহত হচ্ছে কার্যক্রম ব্রাহ্মণপাড়ায় কৃষিজমি নষ্ট করে মাটি কাটায় স্কেবেটর চালককে এক লাখ টাকা জরিমানা দেশের সর্বস্তরের মানুষকে ২৬ এপ্রিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করার আহবান ব্রাহ্মণপাড়ায় বিয়ের তিনমাসের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে কুবি শিক্ষার্থীদের সংহতি: প্রতীকী অনশন ও ভিসির পদত্যাগ দাবি

ভিক্টোরিয়া কলেজের ৫৬তম অধ্যক্ষ আবুল বাশার ভূঁঞা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮১ বার পঠিত

কলেজ প্রতিনিধি।।

অবশেষে নতুন অধ্যক্ষ পেল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। শিক্ষার্থীদের আন্দোলনে পদত্যাগের ১৯ দিন পর  প্রজ্ঞাপন প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। শতবর্ষী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ৫৬তম অধ্যক্ষ হিসাবে পদায়ন হয়েছেন প্রফেসর মোঃ আবুল বাশার ভূঁঞা। ০৯ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এর উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ভিক্টোরিয়ার অধ্যক্ষস ৪৬ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়। 

সূত্রমতে, শিক্ষার্থীদের বিক্ষোভ ও তোপের মুখে গত ২১ আগস্ট পদত্যাগ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান ও উপাধ্যক্ষ মৃনাল কান্তি গোস্বামী। পদত্যাগের পূর্বে কলেজের শিক্ষক পরিষদ বিলুপ্ত ঘোষণা করেন তিনি। একই সাথে পরিষদের চারজন সদস্য নিজেরাও পদত্যাগ করেন। 

চলতি বছরের ২৩ মে রাজধানীর সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে দুদকের চেয়ারম্যান বরাবর অধ্যক্ষসহ ৭ জনের দুর্নীতির বিষয়ে লিখিত অভিযোগ দেন কলেজের শিক্ষক ক্লাব ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান শিক্ষা ইউনিটের সদস্যরা।

এ কলেজের বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক বাংলা বিভাগের ছাত্র ফখরুল ইসলাম বলেন, অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা ও রাজনৈতিক প্রভাবে ছিল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। যে কারণে সাধারণ শিক্ষার্থীরা সরকার পতনের পর থেকে অধ্যক্ষের পদত্যাগ দাবি করে আসছিলেন। আমরা চাই রতন বা জাফর এমন দুর্নীতিবাজ শিক্ষক যেনো ভিক্টোরিয়াতে না আসেন। 

ইতিহাস বিভাগের ছাত্রী মাকসুদা আক্তার বলেন,কলেজে ৪৩টি ব্যাংক হিসাব আছে। আমরা অর্থের যথাযথ ব্যায় চাই। কোটি টাকার ভুয়া বিল ভাউচার তৈরি করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের নামে নিজেরাই বিলের বই ছাপিয়েছেন। ব্ল্যাংক বিলে নিজেদের ইচ্ছেমতো টাকা বসান। প্রতিটি কমিটিতে সন্মানী থাকে সংশ্লিষ্টদের। এসব যেনো বন্ধ করেন নতুন অধ্যক্ষ। 

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।

এতে আরও বলা হয়, আগামী ১৫ সেপ্টেম্বর তারিখের  বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্ণে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।

বর্ণিত কর্মকর্তাগণ আবশ্যিকভাবে তার পিডিএস-এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD