মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী প্রদান করেছেন সমাজ সেবক এ এস এম আলাউদ্দিন ভূইয়া ফাউন্ডেশন৷ এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার ( ২৯ আগষ্ট) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫০০ শত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন করা হয়৷ এসময় এ এস এম আলাউদ্দিন ভূইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে চিড়া, মুড়ি, পানির বোতল, গুড়, খাবার স্যালাইন, বিভিন্ন ঔষধ সামগ্রী, শিশু খাদ্য প্রদান করা হয়েছে৷ বিভিন্ন ইউনিয়নে সেচ্ছাসেবীদের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে এ উপহার সামগ্রী পৌঁছে দেন তিনি৷ এসময় এ এস এম আলাউদ্দিন ভূইয়া ফাউন্ডেশনের পরিচালক সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ি এ এস এম আলাউদ্দিন ভূইয়া বলেন, বন্যায় আমাদের ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং- উপজেলার মানুষ অনেক কষ্টে আছে৷ সমাজের সকল শ্রেনী পেশার মানুষের উচিৎ বন্যায় ক্ষতিগ্রস্থ দের পাশে এসে দাঁড়ানো৷ প্রাথমিক অবস্থায় আমি আমার ফাউন্ডেশনের মাধ্যমে ২৫০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন করেছি৷ প্রয়োজনে আরো উপহার সামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণ করা হবে৷ সবাই ধৈর্য সহকারে পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করতে হবে৷ ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে৷ এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মাসুম, মোঃ মাসুদ সরকার, আবুল ফরহাদ ভূইয়া, আনিসুর রহমান টুটুল, মনিরুল হক আখন্দ মাস্টার, নুরে আলম সরকার, আবু কাউছার সরকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা