1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে রাতের অন্ধকারে দোকান ঘর ভাংচুড় ও লোটপাট - Dainik Cumilla
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ভারতীয় মোবাইল ও ডিসপ্লে জব্দ বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে বেঁধে নির্যাতন, মূল হোতা আটক ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে ২ ব্যাক্তিকে কারাদণ্ড ব্রাহ্মণপাড়া ইউএনওর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে অবৈধভাবে জগন্নাথদীঘির পানি আটকে রাখার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে নাঙ্গলকোটে মানববন্ধন দাউদকান্দিতে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

মুরাদনগরে রাতের অন্ধকারে দোকান ঘর ভাংচুড় ও লোটপাট

  • প্রকাশিতঃ বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১২২ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারে পূর্বে শত্রুতার জেড়ে রাতের অন্ধকারে হামলা চালিয়ে চারটি দোকানে লোটপাটসহ দোকান ঘর গুড়িয়ে দিয়েছে একদল সন্ত্রাসী।
গত সোমবার রাতে মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার বাঙ্গরা বাজরে এই ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বাঙ্গরা বাজার থানার বাঙ্গরা গ্রামের মোল্লা বাড়ীর নূরুল ইসলামের ছেলে শরিফুল ইসলামের সাথে একই গ্রামের শেখ জয়নাল আবেদীনের ছেলে সোহেল ও তার পরিবারেদের সাথে বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিলো এবং বিভিন্ন বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। উপজেলার দক্ষিন মৌজার খতিয়ান নং- ৩৪, দাগ নং- ১০৯৬, শ্রেনী ভিটির সম্পত্তি পৈত্রীক সূত্রে মালিক হয়ে নূরুল ইসলামের ছেলেরা দোকান ঘর নির্মাণ করে বিভিন্ন ফার্নিচার ব্যবসায়ীর কাছে দোকান ঘর ভাড়া দিয়ে আসছিলো কিন্ত গত সোমবার (৫ আগস্ট) রাতে স্থানীয় ১৫-২০ জনের এক দল সন্ত্রাসীঅস্ত্রশস্ত্র নিয়ে চারটি দোকান ঘরে হামলা চালিয়ে লোটপাট করে এবং দোকান ঘর গুলো গুড়িয়ে দেয়।
এ বিষয়ে ক্ষতিগ্রস্থ জমির মালিক শরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, বাঙ্গরা গ্রামের মৃত শেখ জয়নাল আবেদীনের ছেলে সোহেল, জুমু, রায়হানের নেতৃত্বে এক দল সন্ত্রাসী আমাদের সম্পত্তির উপর নির্মাণ করা দোকান ঘরে হামলা চালিয়ে ভাংচুড়সহ ব্যবসায়া প্রতিষ্ঠানের মালামাল লোটপাট করে নিয়ে যায়। এই ঘটনায় আমার ও ভাড়াটিয়া ব্যবসায়ীদের অনুমানিক ৩০ লক্ষ টাকা ক্ষতি করে। এই ঘটনা মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে অভিযোক্ত সোহেল বলেন, এই সম্পত্তি আর,এস ঘতিয়ানর মূলে আমরা মালিক। এতো দিন শরিফুল ইসলামের পরিবারের লোকজন দখল করে রেখেছিলো, এখন আমরা আমাদের সম্পত্তি দখল করেছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD