1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
শপথ নিলেন কুমিল্লার ৭ উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান - Dainik Cumilla
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় জামায়াতের ৪ প্রার্থীর নাম ঘোষণা কুমিল্লায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের সহায়তায় বিভিন্ন আঞ্চলিক সংগঠনের হেল্পডেস্ক ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে ধর্ষণের পর চুল কেটে দেয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-১ কিছু নামধারী ছাত্র আজ আমাদের সমাজকে কলুষিত করতে চায় : মুরাদনগরে কায়কোবাদ চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক নাঙ্গলকোটে সন্ত্রাসী হামলায় দু’ ছাত্রদল নেতা আহত, ধারালো অস্ত্র সহ যুবলীগ নেতা আটক কুমিল্লায় স্ত্রীকে হত্যা করে লাশ ঘরে রেখে স্বামীর থানায় আত্মসমর্পণ কুমিল্লা সদর দক্ষিণে বাসচাপায় নিহত ১

শপথ নিলেন কুমিল্লার ৭ উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার ৭ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১২ জুন) দুপুরে চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) অডিটরিয়ামে তাদেরকে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। ৭ উপজেলা পরিষদ হচ্ছে কুমিল্লা আদর্শ সদর, কুমিল্লা সদর দক্ষিণ, বরুড়া, মুরাদনগর, দেবিদ্বার, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া । ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ও তৃতীয় ধাপে এ ৭ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

আর্দশ সদর :
কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের তৃতীয়বারের মতো চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন এড. মো. আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান আহাম্মদ নিয়াজ পাবেল, মহিলা ভাইস চেয়ারম্যান এড. হোসেনের আরা বেগম বকুল। এ তিন জনই দ্বিতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিলেন।

সদর দক্ষিণ :
সদর দক্ষিণ উপজেলায় প্রথমবারের মতো চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন আবদুল হাই বাবলু। সাবেক তিনবারের ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু সাবেক অর্থ মন্ত্রীর ভাই গোলাম সারোয়ারকে পরাজিত করে আলোড়ন তৈরি করেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন ইসমাইল মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার ফরিদা ইয়াসমিন।

বরুড়া :
কুমিল্লার বরুড়া উপজেলা চেয়ারম্যান নতুন মুখ মো. হামিদ লতিফ ভূঁইয়া কামাল, ভাইস চেয়ারম্যান পদে মো. কালাম হোসেন ভূঁইয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিনুয়ারা বেগম শপথ গ্রহণ করেন।

মুরাদনগর :
মুরাদনগরের উপজেলা চেয়ারম্যান ড.এহসানুল আলম সরকার কিশোর, ভাইস চেয়ারম্যান শাহীন ও মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান মজুমদার শপথ গ্রহণ করেন।

দেবিদ্বার :
দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশিদ , ভাইস চেয়ারম্যান মো. আল কাইয়ুম ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনুর বেগম শপথ গ্রহণ করেছেন।

বুড়িচং :
বুড়িচং উপজেলায় চেয়ারম্যান আখলাক হায়দার, ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. লাভলী আক্তার শপথ গ্রহণ করেন।

ব্রাহ্মণপাড়া :
ব্রাহ্মণপাড়া উপজেলায় চেয়ারম্যান আবু তৈয়ব অপি , ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফ ও মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক শপথ গ্রহণ করেছেন।

এর আগে গত ২৮ মে প্রথম ধাপে অনুষ্ঠিত মনোহরগঞ্জ, লাকসাম, মেঘনা এ ৩ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন। এনিয়ে কুমিল্লার মোট ১০ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করলেন। বাকি রইল সর্বশেষ চতুর্থ ধাপে অনুষ্ঠিত ৪ উপজেলা পরিষদ নির্বাচনের শপথ গ্রহণ।

গতকাল বুধবার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার ৭টি উপজেলাসহ চট্টগ্রাম বিভাগের ৫০টি উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শপথ পাঠ অনুষ্ঠানের সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি নুরে আলম মিনাসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ শেষে নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার।

এর আগে গত ২৮ মে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম প্রথম ধাপে অনুষ্ঠিত কুমিল্লার মনোহরগঞ্জ, লাকসাম, মেঘনা এ ৩ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ পাঠ করান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD