1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণ - Dainik Cumilla
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ভারতীয় মোবাইল ও ডিসপ্লে জব্দ বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে বেঁধে নির্যাতন, মূল হোতা আটক ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে ২ ব্যাক্তিকে কারাদণ্ড ব্রাহ্মণপাড়া ইউএনওর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে অবৈধভাবে জগন্নাথদীঘির পানি আটকে রাখার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে নাঙ্গলকোটে মানববন্ধন দাউদকান্দিতে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

মুরাদনগরে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণ

  • প্রকাশিতঃ বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৮০ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা ঃ

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের নাগেরকান্দি বাজারের নাগেরকান্দি-ডুমুড়িয়া সড়কের পাশে বহুতল ভবন নির্মাণের অভিযোগ এক প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এছাড়া উচ্চ আদালতের রায় ‘‘স্থিতাবস্থা’’উল্লেখ করে সংশ্লিষ্ঠ দফতরে অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উচ্চ আদালতে দায়েরকৃত রিটের স্থিতাবস্থা আদেশ উপেক্ষা করে উপজেলার নাগেরকান্দি মৌজার আরএস ঘতিয়ান নং- ৫০, ৫৬ জমিতে বহুতল ভবন নির্মাণ কাজ চলমান। মৃত সমসের আলীর ছেলে আজগর আলী সরকার বাদী হয়ে হাইকোর্ট ডিভিশন সিভিল ডিভিশনে মামলা করেন যার মোকাদ্দমা নং- ৩২০/২০২২ এর পরিপেক্ষেতে গত ১৯ মে আরএস খতিয়ানের ৫৬, ৫০, ৯৯, ৫৬, ১০৬ দাগে সকল সম্পত্তি সমস্ত প্রকার বেচা-কেনা, হস্তান্তর এবং এর উপর স্থিতাবস্থা প্রদান করেন। কিন্তু তা স্বত্বেও প্রভাশালী মানিককান্দি গ্রামের সামছুল হক ভ‚ইয়ার ছেলে জাহাঙ্গীর আলম ও মুছা মিয়ার ছেলে কবির হোসেন বহুতল ভবন নির্মাণ করে যাচ্ছে।

ভবন নির্মাণকারী জাহাঙ্গীর আলম বলেন, এই সম্পত্তি আমরা ক্রয় সূত্রে মালিক। আমাদের জমিতে আমরা ভবন নির্মাণ করছি। আদালতের নিষেধাজ্ঞা থাকার বিষয়টি আমাদের জানা নেই।
মামলার বাদী পক্ষে গং আমজাদ হোসেন বলেন, এই সম্পত্তির মালিক আমি ও আমার গংরা। কিছু প্রভাবশালী মহল আমাদের সম্পত্তি দখল করে রেখেছে। যা দখলধারদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। বর্তমানে উচ্চ আদালতের নিষধাজ্ঞা থাকার পরও ওই মহলটি স্থাপনা নির্মাণ করে যাচ্ছে। এই বিষয়ে আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকার বিষয়টি আমাদের জানা নেই। তবে রায়ের কপি হাতে পেলে প্রয়োজনিয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD