1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মুরাদনগরে ৬ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদন্ড - Dainik Cumilla
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে ব্যবসায়ী টিপু হত্যা, দুইজনের যাবজ্জীবন, ছয়জনের ১০ বছর কারাদণ্ড বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ড. খন্দকার মারুফ হোসেনের কুকসু দাবীর নামে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যহানিতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিএনপি নেতার বাসায় মুরাদনগরের ট্রিপল মার্ডারের পরিকল্পনা—নিহতের মেয়ে বাদীর অডিও ফাঁস এক কবির দ্রোহ, প্রেম ও মানবিক আহ্বান কবিতা হোক বিশ্ব গড়ার হাতিয়ার কুবির কাজী নজরুল ইসলাম হল থেকে মাদক ও বুলেট উদ্ধার কুমিল্লার দেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু কুমিল্লার বুড়িচংয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় তরুণ ও যুবসমাজের উদ্যোগে সড়কের পাশে বৃক্ষরোপণ ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মুরাদনগরে ৬ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদন্ড

  • প্রকাশিতঃ সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা ঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক সেবন করে মাতলামী করার সময় ৬ জনকে ১২’শত টাকা অর্থদন্ডসহ পাচঁ দিনের কারাদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে কারাদন্ড প্রাপ্তদের কুমিল্লা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার দিবাগত রাতে উপজেলা সদরের ডি,আর সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে গোমতী নদীর ব্রীজের নিচে মুটিপট্টি এলাকায় এই ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্তরা হলো, মুরাদনগর উপজেলার রমিজ উদ্দিনের ছেলে কালন (৩৫), মজিব মিয়ার ছেলে হৃদয় হাসান (২১), রাজু মিয়ার ছেলে হেলাল উদ্দিন (৩১), কাদের মিয়ার ছেলে মুরশিদ মিয়া (৩২), মৃত মালু মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৫৫) ও মৃত কার্তিক চন্দ্র সরকারের ছেলে তপন চন্দ্র সরকার (৫০)।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয়ের পাশে মদ থেয়ে কিছু লোক মাতলামী করছে। এমন খবর পেয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাসন চন্দ্র ধরের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনারস্থল থেকে ছয় জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন পাচঁ জনকে ২ শত টাকা করে ১২’শত টাকা ও পাচঁ দিনের কারাদন্ড প্রদান করেন।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, মাদক নির্মূল করে সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ বিনির্মানে প্রতিনিয়ত আমাদের অভিযান চলছে। মোবাইল কোর্টে দন্ডপ্রাপ্ত আসামীদের সোমবার বিধি মোতাবেক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD