মোঃ রেজাউল হক শাকিল ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নে চারাধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি প্রায় শতবছর ধরে বিদ্যমান রয়েছে। এই ভোট কেন্দ্রটি বলাখাল,চরেরপাথর,হুরারপাড় এবং চারাধারী ৪ গ্রামের মানুষের কেন্দ্রবিন্দু। গত কিছু দিন যাবত এলাকাবাসী জানতে পায় ঐতিহ্যবাহী চারাধারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি স্থানান্তর করে হুরারপার নেওয়ার পরিকল্পনা করছে এলাকার একদল কুচক্রী মহল। ঐতিহ্যবাহী ভোট কেন্দ্রটি স্থানান্তর না করার জন্য তিন গ্রামের দেড়শতাধিক মানুষ একত্রিত হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসারের বরাবর আবেদন করেন। ৩ নং চান্দলা ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোছাম্মৎ জরিনা বেগম বলেন, মনোরম পরিবেশে ১২ কক্ষ বিশিষ্ট দোতলা ভবনে চান্দলা চারাধারী কেন্দ্রটি অবস্থিত উক্তকেন্দ্রে চার গ্রামের মানুষ একত্রিত হয়ে সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তিনি আরো বলেন, আমরা চাই ৪ গ্রামের মধ্যে এই ভোট কেন্দ্র একটা সেতুবন্ধন হিসেবে কাজ করছে। এ সময় উপস্থিত ছিলেন চারাধারী গ্রামের বিশিষ্ট সমাজসেবক সালে আহমেদ সেন্টু, চান্দলা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা জামান, শিপন মেম্বার, আলমগীর হোসেন, ফুল মিয়া, জুজু মিয়া, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন, কবির হোসেন, রবিউল্লাহ, মোঃ সোহাগ, মোঃ সেলিম মিয়া, সহ ৪ গ্রামের দেড় শতাধিক লোক উপস্থিত ছিলেন।