1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষার্থী কমেছে ৫১ হাজার - Dainik Cumilla
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়নে ০৯নং ওয়ার্ড বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়: সফিকুর রহমান ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু

কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষার্থী কমেছে ৫১ হাজার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৬ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

সারাদেশের ন্যায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। বোর্ডের ৬ জেলায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেন ১ লাখ ৮০ হাজার ৫২৭ জন শিক্ষার্থী।

গত বছর এই বোর্ডের অধীনে ফরম পূরণ করে ২ লাখ ৩১ হাজার শিক্ষার্থী। তথ্য মতে, এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেন ৫১ হাজার কম শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা। কুমিল্লা শিক্ষা বোর্ডের ছয় জেলার অধীনে ২৭৩ কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা কুমিল্লা জেলায় ৬২৪৬৯ জন, ফেনীতে ১৭২৯৮ জন, নোয়াখালীতে ৩১৮৫৫, চাঁদপুরে ২৭৪৬৩ জন, ব্রাহ্মণবাড়িয়াতে ২৫১৫০ জন ও লক্ষ্মীপুর জেলার ১৬২৯২ জন। সর্বমোট ১ লাখ ৮০ হাজার ৫২৭ জন ফরম পূরণ করেছেন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ১ লাখ ৫ হাজার ৫৪৬ জন ও ছাত্রের সংখ্যা ৭৪৯৮১ জন।

পরিসংখ্যান বলছে, এবার মেয়ে শিক্ষার্থী চেয়ে ছেলে শিক্ষার্থীর সংখ্যা কম। এদিকে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যাও কমেছে। যদিও বোর্ড কর্তৃপক্ষ বলছে, অনিয়মিত পরীক্ষার্থী না থাকায় কমে এসেছে মোট পরীক্ষার্থীর সংখ্যা।

কয়েকজন অভিভাবক বলছেন, পরীক্ষার সময় দেখা যাবে অনেক পরীক্ষার্থী অনুপস্থিত থাকবে। কারন এখন এলাকায়-এলাকায়কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়েছে অধিকাংশই নবম-দশম শ্রেণির শিক্ষার্থী। তাদের অনেকে এখন জেলে রয়েছে। পাশাপাশি অনেক মেয়ে শিক্ষার্থী প্রেম সংঘটিত কারণে বাল্যবিবাহ করেছে। তাই পরীক্ষার্থীর সংখ্যা বেশি বছর বছর কমছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, পরীক্ষার জন্য ফরম পূরণ না করা শিক্ষার্থীদেরমধ্যে সবাই শিক্ষা জীবন থেকে ঝরে পড়েছে এমন নয়, এর মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত শিক্ষার্থীও রয়েছে। এ ছাড়া শুধু বাল্যবিয়ের কারণে শিক্ষার্থীরা ঝরে পড়ছে বিষয়টা সরাসরি তাও নয়। কিছু শিক্ষার্থী দেশের বাইরে চলে যাওয়ার প্রবণতা বেড়েছে, আবার দরিদ্র পরিবারে অল্প বয়সে কাজ করার আগ্রহ তৈরি হওয়ায় শিক্ষার্থী কিছুটা কমেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD