1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জাতীয় সম্পদ রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করুন - মহাপরিচালক, আনসার ও ভিডিপি - Dainik Cumilla
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ইয়াবা, গাঁজা ও স্কাফসহ আটক ৩ কুমিল্লায় পরকীয়ার কারণে চার টুকরো খুনে ব্যবহৃত কুড়াল ও ছুরি উদ্ধার, স্বামী-স্ত্রী দুইজনকে আসামি করে মামলা কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ৯ জন, হাসপাতালে ভর্তি ২৬ জবি ছাত্রী অবন্তিকার মৃত্যু: অব্যহতি পেলেন সহকারী প্রক্টর দ্বীন ইসলাম লাকসামে অনার্স নবীন শিক্ষার্থীদের বরণ করলো নওয়াব ফয়জুন্নেছা কলেজ ছাত্রশিবির দীর্ঘ ১৩ বছর পর লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত কুমিল্লায় ৫০ লাখ টাকার ভারতীয় সিটিরিজিন ট্যাবলেট আটক সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন কুমিল্লা জেলায় গত জুলাই মাসে ১১টি হত্যা আইনজীবী কালাম হত্যা মামলায় সাবেক এমপি বাহার-সুচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট

জাতীয় সম্পদ রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করুন – মহাপরিচালক, আনসার ও ভিডিপি

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৯১ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি বলেন, “আনসার ও ভিডিপির সদস্যগণকে তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে জাতীয় সম্পদ রক্ষা করতে হবে। দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যেখানে জাতীয় স্বার্থের হানি হয় সেখানে আনসার ও ভিডিপি সদস্যগণকে জনগণকে সাথে নিয়ে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।” এছাড়াও জনগণ যাতে নিরাপদে ভোট দিতে পারে সে পরিবেশ তৈরি করতে গ্রাম ভিত্তিক ভিডিপি প্লাটুনকে সক্রিয় রাখার নির্দেশনা প্রদান করেন।

গতকাল ১৪ ডিসেম্বর, আনসার ও ভিডিপির কুমিল্লা জেলার মোতায়েন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। উক্ত মোতায়েন পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য, রেঞ্জ কমান্ড্যার, কুমিল্লা রেঞ্জ, ও উপ-পরিচালক (সমন্বয়) জনাব মোঃ ফয়সাল হোসেন।

জেলা কমান্ড্যান্ট কুমিল্লা জনাব শাহীদুল ইসলাম জানান – সন্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক কুমিল্লা জেলার রেলপথ, সড়কপথ, গুরুত্বপূর্ণ স্থাপনাসহ সার্বিক নিরাপত্তার জন্যে শতাধিক ব্যাটালিয়ন আনসার, ১২০০ শত অঙ্গীভূত আনসারসহ ৪০০ আনসার ও ভিডিপি সদস্য কাজ করছে। যে কোন উদ্ভুত ও জরুরী পরিস্থিতি মোকাবেলায় আনসার ও ভিডিপি সদস্যগণ প্রস্তুত রয়েছেন মর্মে তিনি অবহিত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD