1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
বঙ্গবন্ধুর "স্বপ্নের সোনার বাংলা" রুপায়নে নিরলস কাজ করছে আনসার ও ভিডিপি সদস্যগণ - Dainik Cumilla
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়নে ০৯নং ওয়ার্ড বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়: সফিকুর রহমান ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু

বঙ্গবন্ধুর “স্বপ্নের সোনার বাংলা” রুপায়নে নিরলস কাজ করছে আনসার ও ভিডিপি সদস্যগণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৭৭৫ বার পঠিত

শাহ সাহিদ উদ্দিন, স্টাফ রিপোর্টার:

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট, কুমিল্লা।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুমিল্লা জেলার আয়োজনে “আনসার ও ভিডিপি দলনেতাগণের” মধ্যে জননিরাপত্তা ও উন্নয়নে বিশেষ ভুমিকা রাখায় জেলা সমাবেশের পুরষ্কার হিসেবে মহাপরিচালক মহোদয়ের উপহার সরূপ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।

সার্কেল এড্যাজুট্যান্ট জনাব মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট জনাব শাহীদুল ইসলাম। উপহার প্রধান অনুষ্ঠানে ভিডিপি দলনেতাগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। লালমাই উপজেলার বাঘমারা দক্ষিণ ইউনিয়ন দলনেতা জনাব মফিজুল ইসলাম বলেন, “এই উপহারের জন্যে মহাপরিচালক মহোদয়কে ধন্যবাদ। এই সাইকেল নির্বাচনী দায়িত্ব পালন ও ক্লাব সমিতি গুলোকে সক্রিয় করতে আমরা কাজে লাগাবো।”

জেলা কমান্ড্যান্ট বলেন, “আগামীর নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা ও জননিরাপত্তায় নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যগণের কাজে গতি আনতেই মহাপরিচালক মহোদয় বাই-সাইকেল উপহার দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত “আমার গ্রাম, আমার শহর” কর্মসূচী বাস্তবায়ন তথা বঙ্গবন্ধুর “স্বপ্নের সোনার বাংলা” রুপায়নে নিরলস কাজ করছে এই ভিডিপি সদস্যগণ। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জ কমান্ডার, উপ-মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস এর নির্দেশনা মোতাবেক সমাবেশ পুরষ্কারের ৭২টি বাইসাইকেল বিতরণ করা হয়।

এসময় আর ও উপস্থিত ছিলেন কুমিল্লার ১৭টি উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট উপজেলা প্রশিক্ষক / প্রশিক্ষিকাগন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD