1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
আজকের ষড়যন্ত্রকারীরাই ৭১ এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে,৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যা করেছে - এমপি বাহার - Dainik Cumilla
সোমবার, ০৫ মে ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে গাড়িতে হামলা, আহত হাসনাত আবদুল্লাহ নাঙ্গলকোটে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ বাস্তবায়নের প্রস্তুতি সভা ব্রাহ্মণপাড়ায় যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতে জরিমানা কসবায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ব্রাহ্মণপাড়ার ফায়ার ফাইটার সজিবুল ইসলাম নিহত মামলার আইও বললেন’ আল্লাহ ভরসা’ কুবিতে আগামীকাল সাবজেক্ট চয়েসের শেষ সময় ; ১ জুলাই ক্লাস শুরু নাঙ্গলকোটে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু মুরাদনগরে এমন কারও জন্ম হয়নি কায়কোবাদের বিপক্ষে নির্বাচন করবে : সাইবার ইউজার দল বটতলী শামছুল উলূম দাখিল মাদ্রাসা’র নব গঠিত কমিটির পরিচিতি সভা জুলাই গণঅভ্যুত্থানে আহত তানজিদের পাশে যুবদল

আজকের ষড়যন্ত্রকারীরাই ৭১ এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে,৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যা করেছে – এমপি বাহার

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১১৩ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, অবরোধের নামে যারা পুলিশ পিটিয়ে হত্যা করে, বাসে বোমা মেরে মানুষ হত্যা করে সেই অগ্নি সন্ত্রাসীদের সাথে কোন আপোষ নেই। তারা ২০১৩-২০১৫ সাথে সারা দেশে অগ্নি সন্ত্রাস চালিয়ে শিশু মাইসা থেকে শুরু করে ট্রাক চালকের শিশু সন্তানকেও পুড়িয়ে মেরেছে। আজকে তারা আবারও বিদেশি প্রভুদের উপর ভর করে দেশ উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। স্বাধীনতা বিরোধী এ চক্র জাতিকে পিছনে নিতে চায়। আজকের ষড়যন্ত্রকারীরাই ৭১ এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা কে হত্যা করতে গ্রেনেড হামলা চালিয়েছে। ৭১ এ তাদের বিদেশি প্রভুদের মোকাবেলা করে আমরা বিজয়ী হয়েছি। এবারও তারা কোন ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে দমাতে পারেনে না।
গতকাল সোমবার (১৩ নবেম্বর) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নবনির্মিত ১০ তলা বিশিষ্ট মালটিপারপাস ভবন ও নবনির্মিত ছাত্রী হোস্টেলে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি বাহার আরও বলেন, ভিক্টোরিয়া কলেজ কুমিল্লার ঐতিহ্যের পরিচয় বহন করে। এ কলেজে ১০টি ১০তলা ভবন হবে। এক হাজার শয্যার ছাত্রাবাস ও অডিটরিয়াম করা হবে। আমরা ভিক্টোরিয়ার জামতলা থেকে আন্দোলন সংগ্রামের দুর্গ ঘরে তুলেছিলাম। আজ একটি দশতলা উদ্বোধন করেছি।এতে দু’টি লিপ্ট আছে। আরেকটি লিপ্ট আমরা করে দেবো।
এমপি বাহার আরও বলেন,এই অক্টোবর -নভেম্বর মাস বাঙালি জাতির জন্য অত্যন্ত গর্বের মাস। আমাদের নেত্রী ২০২৩ শেষ দিকে এসে যে উন্নয়নে ট্রেনের হুইসাল বাজিয়েছেন তা থামবে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গঠনের মধ্যে দিয়ে। বাঙালি জাতি ১৯৭০ সালে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুকে ভোট দিয়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছে। এবার শেখ হাসিনার পক্ষে ঐক্যবদ্ধ থাকলে পাবে স্মার্ট বাংলাদেশ। আপনার সন্তানদের জন্য এক সুন্দর বাংলাদেশ গঠনে আসন্ন নির্বাচনে নৌকার পক্ষে সবাইকে কাজ করতে হবে।
গতকাল সোমবার দুপুরে (১৩ নভেম্বর’২৩) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখার ১০তলা বিশিষ্ট বহুতল ভবন ও শেরে বাংলা ছাত্রী নিবাসে পাঁচতলা ভবন উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার। ১০
ভিক্টোরিয়া কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো আলী ইমাম, উপাধ্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী। সঞ্চালনা করেন শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন।
সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান।
বিশেষ অতিথির বক্তব্যে আরফানুল হক রিফাত বলেন, আমার রাজনীতির শুরু এ ভিক্টোরিয়া কলেজ। ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছি। এ সময় ভিক্টোরিয়ার খেলার মাঠ ভরাট করার জন্য ১০ লক্ষ টাকা প্রধানের ঘোষণা দেন।
এদিকে গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টায় কুমিল্লা সরকারি মহিলা কলেজের নয় কোটি টাকা ব্যয়ে ছয় তলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন করেন এমপি বাহার। এ সময় কলেজ অধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দিন আহমেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. আলী ইমাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় এমপি বাহার সরকারি মহিলা কলেজ ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ১০০০ সিট বিশিষ্ট ১০ তলা ভবনের কাজ পরিদর্শন করেন এবং দ্রুত কাজ শেষ করার তাগিদ দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD