1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এর মত বিনিময় সভা - Dainik Cumilla
রবিবার, ১৮ মে ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের রায়হান এজেন্সিতে ক্যাশ কাউন্টার উদ্বোধন নাঙ্গলকোট উপজেলা বিএনপির বর্ধিত সভা সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় শহীদ উল্লাহ মিয়াজীকে সম্মাননা প্রদান কুমিল্লার দাউদকান্দির শাকিল হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ বুড়িচংয়ে ময়নামতিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু কুমিল্লা শিক্ষাবোর্ডের আয়োজনে আন্তঃকলেজ ব্যাডমিন্টন প্রতিযোগিতা- ২০২৫ উদ্বোধন কুবিতে প্রত্নতত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু বাংলাদেশকে কোনো পরাশক্তির আধিপত্যে আমরা থাকতে দিব না -হাসনাত আবদুল্লাহ কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত ৬ সদস্য বিশিষ্ট দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা

ব্রাহ্মণপাড়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এর মত বিনিময় সভা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৬২ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার স ম আজারুল ইসলাম এর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সহকারী কমিশনার (ভূমি) কায়সার হামিদ এর সঞ্চালনায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার স ম আজহারুল ইসলামের।

এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার স ম আজারুল ইসলাম বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে
ব্যবসায়ীরা প্রতিটি পণ্যের মূল্য তালিকা বাজারের দৃশ্যমান স্থানে টানিয়ে রাখতে হবে। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে যেন বিক্রি না করে সেজন্য বাজার মনিটরিং জোরদার এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করার কথা জানান তিনি। এছাড়া ভোক্তাদের জন্য নিরাপদ গরুর মাংস সরবরাহের লক্ষ্যে শিগগিরই স্লটার হাউস (কসাইখানা) নির্মাণ কথা জানান নবাগত উপজেলা নির্বাহী অফিসার স ম আজাহারুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন ব্রহ্মণপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যন আমিনুল ইসলাম সুজন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল হাসান, মৎস কর্মকর্তা জয় বণিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সমাজসেবা কর্মকর্তা কবির আহামেদ, ব্রাহ্মণপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, এস আই শিশির ঘোষ, একটি বাড়ি একটি খামার এর কর্মকর্তা আবদুল হালীম, সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, সাহেবাবাদ ইউনিয়ন চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, সিদলাই ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম, চান্দলা ইউনিয়ন চেয়ারম্যান ওমর ফারুক, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন অর্থ সম্পাদক মোঃ অপ খান চৌধুরী এবং ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন বাজার কমিটির সভাপতি,সাধারণ সম্পাদকসহ পাইকারি ও ক্ষুদ্র ব্যবসায়িগণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD