স্টাফ রিপোর্টার ।।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগে রোডমার্চ করবে বিএনপি। কুমিল্লায় রোডমার্চকে কেন্দ্র করে উজ্জীবিত জেলা ও মহানগর বিএনপি নেতারা।
এই কর্মসূচি সফল করতে কুমিল্লায়ও নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এতে কুমিল্লা থেকে কয়েক লাখ মানুষ অংশ নেবে বলে আশা করছেন বিএনপি নেতারা।
এদিকে রোডমার্চকে ঘিরে সরব হয়ে উঠেছে কুমিল্লা জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই রোডমার্চে অংশগ্রহণ করার জন্য হাজার হাজার নেতাকর্মী এরই মাঝে নানান প্রস্তুতি গ্রহণ করেছেন। কুমিল্লা উত্তর, দক্ষিণ এবং মহানগর বিএনপিতে চলছে সাংগঠনিক তৎপরতা। কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়কের ডিভাইডারে,বহুতল ভবন ও সড়কের পাশে টানানো হয়েছে হাজার হাজার ব্যানার-ফেস্টুন এবং বিলবোর্ড ।
জেলা বিএনপির দলীয় সূত্র জানায়, এক কুমিল্লা বংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) ঘাটি থাকলেও মামলার কারণে ও বিএনপির নিজস্ব দলীয় দন্দের দরুন কুমিল্লায় দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে অনেকটাই কোনঠাসা হয়ে আছে বিএনপি। দলীয় কোনো কর্মসূচি স্বাধীনভাবে পালন করতে পারেননি দলটির নেতাকর্মীরা। মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপি যৌথভাবে কিছুটা তৎপর থাকলেও উপজেলা পর্যায়ে দলের নেতাকর্মীরা ছিলেন একেবারেই কোণঠাসা। তবে তারুণ্যের রোডমার্চকে ঘিরে চাঙা হয়ে উঠেছে দলটি। মুক্তভাবে বৃহৎ পরিসরে এ রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করার সুযোগ হাতছাড়া করতে চাচ্ছেন না কোনো নেতাকর্মীই। এতে প্রত্যাশার চেয়েও অধিকসংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটতে পারে বলে ধারণা করছে আয়োজক কমিটি।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ( ৫ অক্টোবর) সকাল ৯ টায় নগরীর কালা কচুয়ার একটি রেস্তরাঁর সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, মোঃ শাহ জাহান, আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপির প্রচার সম্পাদক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এনি সহ কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এদিকে রোডমার্চকে ঘিরে কুমিল্লার বিভিন্ন সংসদীয় আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশীরাও মাঠে দৌড়ঝাঁপ করছেন। তবে তারা বলছেন, দলের স্বার্থে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মনোনয়োন প্রত্যাশী মো. কামরুল হুদা জানান, রোডমার্চ ঘিরে চৌদ্দগ্রামে সকল প্রস্তুতি সম্পন্ন। গণতন্ত্র পুনরুদ্ধার এবং অবৈধ সরকারের পতনের দাবিতে চৌদ্দগ্রামবাসী ঐক্যবদ্ধ। রোডমার্চে চৌদ্দগ্রামের ৫০ হাজারের অধিক নেতাকর্মী অংশগ্রহণ করবে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিনুর রশীদ ইয়াছিন বলেন, সব কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ কর্মসূচি পালন করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি, এই রোডমার্চ কর্মসূচি সফল করার মধ্য দিয়ে অবৈধ এ সরকারের পতন ত্বরান্বিত করা হবে।
কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার বলেন, রোডমার্চ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের উৎসাহের কমতি নেই। পাশাপাশি সাধারণ জনগণও এ কর্মসূচিতে ব্যাপক হারে অংশগ্রহণ করবে। তারুণ্যের এই রোডমার্চ কর্মসূচি থেকে ভোট চোর এই অবৈধ সরকারকে লাল কার্ড দেখানো হবে।