শফিউল আলম রাজীব:
কুমিল্লার দেবীদ্বারে বাংলাদেশ সেবাশ্রম এর প্রতিষ্ঠাতা গুরুদেব শ্রী মৎ আচার্য বিবেকানন্দ গোস্বামীর ১০০ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় দেবীদ্বার কেন্দ্রীয় কালী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীর সকল শ্রেনীর মানুষের অংশ গ্রহণে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।
ডাঃ প্রদীপ কুমার দে এর সভাপতিত্বে এবং রিপন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার পৌরসভার মেয়র সাইফুল ইসলাম শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেবাশ্রম এর কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী সুকেন সরকার, ভারত থেকে আগত বাবু রঞ্জিত কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মানিক চক্রবর্তী, জয়দেব দত্ত, প্রণব দাস সহ আরো অনেকে। গান, নাচ প্রার্থনা শেষে কেক কেটে শ্রী মৎ আচার্য বিবেকানন্দ গোস্বামীর ১০০ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়।