1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় ১১ বছরের শিশু রিহান হত্যা,৩ আসামীকে গ্রেফতার - Dainik Cumilla
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বাখরাবাদ গ্যাস ফিল্ডের জমির মাটি বিক্রি করার অভিযোগ ডিজিএমের বিরুদ্ধে কুমিল্লা নগরীর কাভার্ড ভ্যানচাপায় এক যুবক নিহত চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা কুমিল্লায় ১৫ লাখ টাকার ভারতীয় গাঁজাসহ পিকআপ জব্দ কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর বাবুল গ্রেপ্তার কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছামসুল আলম ওএসডি কুমিল্লা নগরীর আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৮ নেতাকর্মী গ্রেফতার পারভেজ হত্যার প্রতিবাদে লাকসাম সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন লাকসামে এক পরিবারের বাধায় বন্ধ সড়কের কাজ, দুর্ভোগে হাজার-হাজার মানুষ ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে বীর মুক্তিযোদ্ধার দুটি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা

কুমিল্লায় ১১ বছরের শিশু রিহান হত্যা,৩ আসামীকে গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৯ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর এলাকা থেকে ১১ বছরের শিশু রিহান হত্যা মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২।
গত ১০ সেপ্টেম্বর দুপুর ১২টার সময় স্কুলে যাওয়ার পথে জগন্নাথপুর এলাকা থেকে শিশু রিহান নিখোঁজ হয়। একই দিন রাতে নরসিংদী জেলার রায়পুরা খাইল্লারচর এলাকায় মেঘনা নদীতে মুমূর্ষ অবস্থায় শিশু রিহানকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে শিশু রিহানকে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে সে মৃত্যু বরণ করে। নিহত শিশুর পরিবার সোস্যাল মিডিয়ার মাধ্যমে রিহানের মৃত্যুর বিষয়টি জানতে পারে এবং নিহত শিশুর বাবা মোঃ শাহজাহান বাদী হয়ে তিনজন আসামীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে নরসিংদী জেলার রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই ঘটনার পর র‌্যাব-১১, সিপিসি-২,ছায়াতদন্ত শুরু করে ও হত্যা মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১৪ সেপ্টেম্বর রাতে এই হত্যা মামলার তিন আসামীদেরকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীরা হলো: সুজন ছেলে ইমরান (২৮) সাং- সুজানগর, মৃত খালেক মিয়া ছেলে মোস্তফা (৩২), রুবেল (২৫) সাং- জগন্নাথপুর, জেলা- কুমিল্লা।
র‌্যাব জানান,পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ১০ সেপ্টেম্বর দুপুর ১২টায় রিহান বাসা হতে স্কুলে যাওয়ার জন্য বের হলে বেড়াতে যাওয়ার প্রলোভন দেখিয়ে ইমরান অন্যান্য আসামীদের সহায়তায় রিহানকে অপহরণ করে নিয়ে যায়। অতঃপর হত্যা ও লাশ গুম এর উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে রিহানের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নরসিংদী জেলার ভৈরব ব্রীজের উপর হতে ফেলে দেয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদী জেলার রায়পুরা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD