1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বাংলাদেশ সুপ্রিম পার্টির জনসভা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্কমুক্ত হবে দেশ: জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের “ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্রে শ্রমিকরা আর যাবে না” -আব্দুস সালাম আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ বেগম খালেদা জিয়ার জন্মদিনে নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের বিষ্ণপুর ওয়ার্ড যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা সৎকার কাজে উপজেলা প্রশাসনের সহায়তা চৌদ্দগ্রামে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ, থানায় মামলা আলাউদ্দিন মেম্বারের কবর জিয়ারত ও আলিয়ারা গ্রামবাসীর সাথে জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাতের মতবিনিময় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চুরি করা মোবাইল বিক্রি করতে গিয়ে ২ চোর আটক, গাছে বেঁধে গণধোলাই নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন জামায়াতের গ্রাম প্রতিনিধি সমাবেশ কুমিল্লায় ৭৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশ সুপ্রিম পার্টির জনসভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

 

তাপস চন্দ্র সরকার ।
“ঐক্যের সাথে দেশ গড়ি”- শ্লোগান সামনে রেখে শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), কুমিল্লা জেলা শাখার আয়োজনে দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বাজার সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, সংবিধান অনুযায়ী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের দাবীতে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) কুমিল্লা জেলা শাখার সভাপতি পীরজাদা মুফতি বাকিবিল্লাহ্ আল আযহারী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লিবারেল ইসলামিক জোট ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর চেয়ারম্যান শাহজাদা ড. সাইয়্যেদ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লিবারেল ইসলামিক জোট এর নির্বাহী চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামিক ঐক্য জোট এর চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, বাংলাদেশ জনদল এর চেয়ারম্যান ও লিবারেল ইসলামি জোট এর কো-চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ভাইস-চেয়ারম্যান পীরজাদা মুফতি গোলাম মহিউদ্দিন লতিফী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ সুপ্রিম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুল আজিজ সরকার। এসময় বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রায় হাজারো নেতা-কর্মী ও দর্শক-শ্রোতা।
ওই সমাবেশে প্রধান অতিথি লিবারেল ইসলামিক জোট ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর চেয়ারম্যান শাহজাদা ড. সাইয়্যেদ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারি বলেন- হিংসা করতে যোগ্যতা লাগেনা কিন্তু গন্তব্য স্থানে পৌঁছাতে যোগ্যতা লাগে। হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে দেশের জন্য মানুষের জন্য কাজ করতে হবে। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে হবে। খাদ্য মূল্য ও দ্রব্য মূল্যের উর্ধ্বগতি। অন্যায় ও জুলুম প্রতিহত করতে হলে বিএসপির পতাকা তলে আসতে হবে। খাল কেটে কুমির আনবেন না। পরিচ্ছন্ন ও সুস্থতার রাজনীতি দেখতে চাই। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা আমরা বদ্ধপরিকর। সুপ্রিম পার্টি ভালো কাজকে মূল্যায়ন করবে। বঙ্গবন্ধু কোন দলের সম্পদ নয় বঙ্গবন্ধু দেশের সম্পদ। তিনি বলেন, খুন খারাপি বাদ দিয়ে দেশের মানুষের জন্য কাজ করেন। বিএসপি দেশে হানাহানি দূর করতে চাই। একতারা হচ্ছে বাঙ্গালি সংস্কৃতির প্রতীক। একতারাকে বাদ দিয়ে বাংলাকে প্রতিষ্ঠিত করা যায়না। লুটপাটের উদ্দেশ্যে আমরা রাজপথে নামিনি। কারো দয়ায় নয়, আল্লাহর আনুগত্যে এতটুকু এসেছি। আমরা যদি ক্ষমতায় আসতে পারলে ধর্মীয় উপাসনালয়ের ইমাম, পুরোহিত ও যাজকদেরকে সরকারি বার্তার আওতায় নিয়ে আসবো। সুপ্রিম পার্টি হারার জন্য আসেননি জয়ের জন্য এসেছেন ইনশাআল্লাহ।
লিবারেল ইসলামিক জোট এর নির্বাহী চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামিক ঐক্য জোট এর চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেন- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা ৩০০ আসনেই প্রার্থী দেবো ইনশাআল্লাহ। তিনি বলেন- আজকে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতোনা। বিএসপি’র প্রত্যেক নেতাকর্মীকে নীতিনৈতিকতা ঠিক রাখতে হবে। সরকারের সাথে আমাদের বন্ধুত্ব ছিলো ও থাকবে। তিনি আরও বলেন- বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নতুন দল কিন্তু শাহজাদা ড. সাইয়্যেদ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারি মানুষ হিসেবে পুরাতন। তিনি বলেন- দেশ এক ক্রান্তিলগ্নে উপনীত হয়েছে। দেশে আবারও অগ্নি সংযোগ করে কিনা মানুষ এখন আতংকে আছে। লুঠপাট বন্ধ করার জোর দাবী জানান তিনি।

 

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD