1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
আ'লীগের সঠিক প্রার্থী না থাকার কারণে একজন দুর্নীতিবাজ চোরকে কুমিল্লার মানুষ মেয়র বানিয়েছ - এমপি বাহার - Dainik Cumilla
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়নে ০৯নং ওয়ার্ড বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল মাহে রমজান সংযম, ত্যাগ, ধৈর্য্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়: সফিকুর রহমান ব্রাহ্মণপাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি আটক কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিনের প্রথম জানাজায় মুসল্লিদের ঢল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)’র ইফতার মাহফিল সম্পন্ন মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা কুমিল্লায় বিজিবি’র অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ নাঙ্গলকোটে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে তাদের কথা আসছে না -বরকত উল্লাহ বুলু

আ’লীগের সঠিক প্রার্থী না থাকার কারণে একজন দুর্নীতিবাজ চোরকে কুমিল্লার মানুষ মেয়র বানিয়েছ – এমপি বাহার

  • প্রকাশিতঃ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৭ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে ‘ডাকাত’ আখ্যায়িত করে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, ‘সাক্কু মেয়র থাকাকালে কুমিল্লা শহরে একটি প্ল্যানও সঠিকভাবে হয়নি। সবগুলো টাকার বিনিময়ে হয়েছে। সে একটি প্ল্যান পাশ করতে ৮০ লাখ টাকা পর্যন্ত নিয়েছে। সাক্কু ডাকাত। কুমিল্লা শহরের উন্নয়নে সঠিক পরিকল্পনায় সে কোনো কাজ করেনি। একটা বিল্ডিংও পরিকল্পিতভাবে হয়নি। যার কারণে বৃষ্টি আসলে শহর ডুবে যায়। কুমিল্লার মানুষের কাছ থেকে লুট করা টাকা সাক্কু কানাডায় নিয়ে গেছে। আমি খোঁজ নিয়ে জেনেছি- সেখানে সে ডেভেলপারের ব্যবসা করে। মেয়েকে কানাডায় পাঠিয়েছে। ক’দিন পর পর স্বামী-স্ত্রী কানাডায় যায়। আপনাদের টাকা সে কানাডায় নিয়ে গেছে।’

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ উচ্চ মাধ্যমিক শাখায় রাত্র ৮ ঘটিকায় কুমিল্লা মহানগরীর ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার এসব কথা বলেন।

আওয়ামী লীগের মনোয়ন ঠিক না থাকার কারণে এতোদিন সাক্কু মেয়র হয়েছিলেন উল্লেখ করে এমপি বাহার বলেন, আওয়ামী লীগের সঠিক প্রার্থী না থাকার কারণে একজন দুর্নীতিবাজ চোরকে কুমিল্লার মানুষ মেয়র বানিয়েছ। আমার কোনো দোষ নাই। আমার প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি। এবারের সিটি নির্বাচনের আগে বিষয়টি আমি আপাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বলেছি। আমি বলেছি, আপা রিফাতকে মনোনয়ন দেন। রিফাত পাশ না করলে আমার বিচার করবেন। আপনি যে শাস্তি দিবেন, আমি মাথা পেতে নেবো। এরপর রিফাতকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হলো কুমিল্লাবাসীর ভোটে রিফাত মেয়র নির্বাচিত হয়েছে। এখন কুমিল্লার সব উন্নয়ন কাজ পরিকল্পিতভাবে হবে। যারাই বাড়ি-ইমরাত নির্মাণ করবেন, মালামাল নির্দিষ্ট সীমানার মধ্যে রাখতে হবে। রাস্তায় রড-সিমেন্ট-ইট-বালু রেখে নির্মাণ কাজ করা যাবে না। আমার কর্মীদেরকেও বলছি, নির্দিষ্ট সীমানার মধ্যে মালামাল রেখেই নির্মাণ কাজ করতে হবে। শহরে বড় বড় যতো বিল্ডিং আছে, সব বিল্ডিংয়ের ব্যাজমেন্ট খালি রাখতে হবে, গাড়ি ঢুকতে হবে।’

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করার আহবান জানিয়ে হাজী বাহার বলেন, ‘কয়েকমাস পরেই জাতীয় নির্বাচন। নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ, বাংলাদেশের উন্নয়ন নিরাপদ। আজকে সময় এসেছে শেখ হাসিনার নেতৃত্বে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। আগামীর সুন্দর বাংলাদেশের জন্য শেখ হাসিনার পক্ষে কাজ করতে হবে। ইনশাল্লাহ যতো বাধাই আসুক শেখ হাসিনাই ক্ষমতায় থাকবে।সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, আতিক উল্লাহ খোকন, আবদুল হাই বাবলুসহ নেতৃবৃন্দ।সম্মেলনে মোঃ আব্দুল কুদ্দুস সভাপতি ও কে এম আব্দুল কাইয়ুম সাধারণ সম্পাদক করে ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের ৬৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD