1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মনোহরগঞ্জে গৃহবধূকে মারধর থানায় অভিযোগ দেয়ারপর ঘর বাড়ি ভাঙচুর - Dainik Cumilla
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অবৈধ রেগুলেটর ধ্বংস কুমিল্লায় সড়কের পাশে সরকারি গাছ কেটে নিলেন যুবদল নেতারা ব্রাহ্মণপাড়া ষাইটশালা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার প্রথম সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে বাংলাদেশ সাংবাদিক সমিতির উপজেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় একাধিক মামলার আসামীসহ ৪ জন গ্রেপ্তার পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে চৌদ্দগ্রামে জামায়াতের লিফলেট বিতরণ কুমিল্লা সিটির কর্পোরেশনের এক লাখ ২২ হাজার শিশু কিশোর পাচ্ছে টাইফয়েড টিকা কুমিল্লায় তেল পরিমাপে গরমিল হওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা মাদক ও বাল্যবিবাহের বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া থানার ওসির সচেতনা মূলক সভা  ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

মনোহরগঞ্জে গৃহবধূকে মারধর থানায় অভিযোগ দেয়ারপর ঘর বাড়ি ভাঙচুর

  • প্রকাশিতঃ সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯০২ বার পঠিত

নেকবর হোসেন

পারিবারিক দ্বন্দ্বে মনোহরগঞ্জ উপজেলার মানরা গ্রামে এক গৃহবধূর উপর সন্ত্রাসী হামলা পরে থানায় অভিযোগ দিতে গেলে বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়।গত ৩ সেপ্টেম্বর রোববার দুপুরে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মানরা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই এলাকার আফাজ উদ্দীন তার স্ত্রী তাহেরা বেগম ও দুই ছেলে ইয়াসিন, তারেক,এবং আফাজ উদ্দীনের স্ত্রীর প্রথম পক্ষের দুই মেয়ে আয়শা,বিলকিছ মিলে তার বড় ছেলে ইসমাইলের স্ত্রী আমেনা আক্তারকে মারধরসহ নানাভাবে নির্যাতন করে আসছে।এনিয়ে বেশ কয়েকবার শালিস দরবার হলেও নির্যাতন থেকে রেহাই পায়নি আমেনা আক্তার। গত ৩ সেপ্টেম্বর রোববার দুপুরে আমেনা আক্তার ঘরের সামনে কাজ করা অবস্থায় ইয়াসিন আমেনাকে গালাগালি করতে থাকে, এসময় আমেনা পাশ্ববর্তী এক মহিলাকে শুনতে বললে ইয়াসিন এলোপাতাড়ি মরধর করতে থাকে। এসময় আমেনার চিৎকার আশপাশের লোকজন এগিয়ে আসলে ইয়াসিন পালিয়ে যায়।পরে আমেনা সন্ধ্যার পর মনোহরগঞ্জ থানায় অভিযোগ দিতে গেলে তার শ্বশুর আফাজ উদ্দীন তার স্ত্রী মিলে আমেনার বসতঘর ভাঙচুর করে। খবর পেয়ে আমেনার স্বামী গাড়িচালক ইসমাইল বাড়িতে গেলে তাকেও মারধর করে। আমেনা আক্তার থানায় অভিযোগ দিয়ে বাড়িতে আসলে তাকে ঘরে ঢুকতে দেয়নি অভিযুক্তরা। পরে স্থানীয় মেম্বার আলমগীর হোসেন আমেনা ও তার দুই সন্তানকে তাদের ঘরে আশ্রয় দেয়। এরপর গতকাল সোমবার সকালে তাহেরা বেগমের প্রথম পক্ষের মেয়ে আয়শা, বিলকিছ আমেনার উপর আবারো হামলা করে মারধর করে। এখন নানাভাবে হুমকি দেয়া হচ্ছে তাকে এনিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে সে। গ্রামের লোকজন জানান আফাজ উদ্দীনের পরিবারের সবাই খারাপ প্রকৃতির লোক, মান সম্মানের ভয়ে কেউই কথা বলেনা। তারা বলেন এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেয়া দরকার। এ ব্যাপারে অভিযোগ তদন্ত কর্মকর্তা বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে উভয় পক্ষকে মঙ্গলবার থানায় আসতে বলা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD