1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মনোহরগঞ্জে গৃহবধূকে মারধর থানায় অভিযোগ দেয়ারপর ঘর বাড়ি ভাঙচুর - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

মনোহরগঞ্জে গৃহবধূকে মারধর থানায় অভিযোগ দেয়ারপর ঘর বাড়ি ভাঙচুর

  • প্রকাশিতঃ সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮১৭ বার পঠিত

নেকবর হোসেন

পারিবারিক দ্বন্দ্বে মনোহরগঞ্জ উপজেলার মানরা গ্রামে এক গৃহবধূর উপর সন্ত্রাসী হামলা পরে থানায় অভিযোগ দিতে গেলে বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়।গত ৩ সেপ্টেম্বর রোববার দুপুরে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মানরা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই এলাকার আফাজ উদ্দীন তার স্ত্রী তাহেরা বেগম ও দুই ছেলে ইয়াসিন, তারেক,এবং আফাজ উদ্দীনের স্ত্রীর প্রথম পক্ষের দুই মেয়ে আয়শা,বিলকিছ মিলে তার বড় ছেলে ইসমাইলের স্ত্রী আমেনা আক্তারকে মারধরসহ নানাভাবে নির্যাতন করে আসছে।এনিয়ে বেশ কয়েকবার শালিস দরবার হলেও নির্যাতন থেকে রেহাই পায়নি আমেনা আক্তার। গত ৩ সেপ্টেম্বর রোববার দুপুরে আমেনা আক্তার ঘরের সামনে কাজ করা অবস্থায় ইয়াসিন আমেনাকে গালাগালি করতে থাকে, এসময় আমেনা পাশ্ববর্তী এক মহিলাকে শুনতে বললে ইয়াসিন এলোপাতাড়ি মরধর করতে থাকে। এসময় আমেনার চিৎকার আশপাশের লোকজন এগিয়ে আসলে ইয়াসিন পালিয়ে যায়।পরে আমেনা সন্ধ্যার পর মনোহরগঞ্জ থানায় অভিযোগ দিতে গেলে তার শ্বশুর আফাজ উদ্দীন তার স্ত্রী মিলে আমেনার বসতঘর ভাঙচুর করে। খবর পেয়ে আমেনার স্বামী গাড়িচালক ইসমাইল বাড়িতে গেলে তাকেও মারধর করে। আমেনা আক্তার থানায় অভিযোগ দিয়ে বাড়িতে আসলে তাকে ঘরে ঢুকতে দেয়নি অভিযুক্তরা। পরে স্থানীয় মেম্বার আলমগীর হোসেন আমেনা ও তার দুই সন্তানকে তাদের ঘরে আশ্রয় দেয়। এরপর গতকাল সোমবার সকালে তাহেরা বেগমের প্রথম পক্ষের মেয়ে আয়শা, বিলকিছ আমেনার উপর আবারো হামলা করে মারধর করে। এখন নানাভাবে হুমকি দেয়া হচ্ছে তাকে এনিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে সে। গ্রামের লোকজন জানান আফাজ উদ্দীনের পরিবারের সবাই খারাপ প্রকৃতির লোক, মান সম্মানের ভয়ে কেউই কথা বলেনা। তারা বলেন এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেয়া দরকার। এ ব্যাপারে অভিযোগ তদন্ত কর্মকর্তা বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে উভয় পক্ষকে মঙ্গলবার থানায় আসতে বলা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD