1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা আইনজীবী সহকারী সমিতির সভাপতি আবু তাহের, সম্পাদক বিল্লাল - Dainik Cumilla
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্কমুক্ত হবে দেশ: জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের “ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্রে শ্রমিকরা আর যাবে না” -আব্দুস সালাম আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন সভাপতি-সুমনা, সাধারণ সম্পাদক-আকাইদ বেগম খালেদা জিয়ার জন্মদিনে নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের বিষ্ণপুর ওয়ার্ড যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা সৎকার কাজে উপজেলা প্রশাসনের সহায়তা চৌদ্দগ্রামে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ, থানায় মামলা আলাউদ্দিন মেম্বারের কবর জিয়ারত ও আলিয়ারা গ্রামবাসীর সাথে জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাতের মতবিনিময় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চুরি করা মোবাইল বিক্রি করতে গিয়ে ২ চোর আটক, গাছে বেঁধে গণধোলাই নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন জামায়াতের গ্রাম প্রতিনিধি সমাবেশ কুমিল্লায় ৭৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লা আইনজীবী সহকারী সমিতির সভাপতি আবু তাহের, সম্পাদক বিল্লাল

  • প্রকাশিতঃ শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০০ বার পঠিত

 

নেকবর হোসেন।। বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার ২০২৩-২০২৪ মেয়াদে সাধারণ নির্বাচনে সভাপতি পদে আবু তাহের (কালন) এবং সাধারণ সম্পাদক পদে মো: বিল্লাল হোসেন নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় আইনজীবী সমিতির এনরোলমেন্ট সেক্রেটারি শাহিদুল ইসলাম টিপু আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে বৃহস্পতিবার সকাল ১০টা বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৬৭০ জন ভোটারের মধ্যে ৬২৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

পরে সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত চলে ভোট গণনা। গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ মোট ৭টি পদে ভোট অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি পদে আবু তাহের (কালন) পেয়েছেন ৩৩৩ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আঃ বারি সরদার (বারেক) পেয়েছেন ২৭৬ ভোট, সহ-সভাপতি পদে মোঃ আবু তাহের পেয়েছেন ২৭৬ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: সহিদুল হক লিটন পেয়েছেন ১৬০ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ বিল্লাল হোসেন পেয়েছেন ৩১৮ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হোসেন মিয়া পেয়েছেন ২৫৯ ভোট, সাধারণ সম্পাদক (সিভিল কোর্ট) মো: নুরুজ্জামান সরকার ৩০৪ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সুজন সাহা পেয়েছেন ১৪৭ ভোট, সহ-সাধারণ সম্পাদক (ফৌজদারী কোর্ট) পদে মোঃ আবুল হাসেম পেয়েছেন ৩৬৬ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হরমুজ আলী সরকার হাসেম পেয়েছেন ২০৪ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মো: মোবারক হোসেন পেয়েছেন ৩১০ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: মনিরুল ইসলাম পেয়েছেন ১৯৯ ভোট ও অর্থ বিষয়ক সম্পাদক পদে মো: আতাউর রহমান সরকার পেয়েছেন ৩১০ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: জামাল হোসেন পেয়েছেন ২৪৮ ভোট।
দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদন্ধীতায় ৭ জন নির্বাচিত হয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD