1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা আইনজীবী সহকারী সমিতির সভাপতি আবু তাহের, সম্পাদক বিল্লাল - Dainik Cumilla
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপির কেন্দ্রীয় নেতা মোবাশ্বের আলম ভূঁইয়া বরুড়ায় এক অনন্য আয়োজন, মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্ট পেল সরকারি স্বীকৃতি চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লার আদর্শসদর উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লায় মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প: সাড়ে আট হাজার মানুষ পেলেন স্বাস্থ্যসেবা কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে মহাসমাবেশ কুমিল্লা বিভাগের দাবিতে ৫ হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা কুমিল্লা নগরীর রেইসকোর্সে খাটের নিচে নারীর গলা কাটা মরদেহ কুমিল্লায় খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালের উদ্বোধন উপলক্ষে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় ফলাফল বিপর্যয়, একটি কলেজের কেউ পাশ করেনি

কুমিল্লা আইনজীবী সহকারী সমিতির সভাপতি আবু তাহের, সম্পাদক বিল্লাল

  • প্রকাশিতঃ শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২১ বার পঠিত

 

নেকবর হোসেন।। বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার ২০২৩-২০২৪ মেয়াদে সাধারণ নির্বাচনে সভাপতি পদে আবু তাহের (কালন) এবং সাধারণ সম্পাদক পদে মো: বিল্লাল হোসেন নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় আইনজীবী সমিতির এনরোলমেন্ট সেক্রেটারি শাহিদুল ইসলাম টিপু আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে বৃহস্পতিবার সকাল ১০টা বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৬৭০ জন ভোটারের মধ্যে ৬২৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

পরে সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত চলে ভোট গণনা। গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ মোট ৭টি পদে ভোট অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি পদে আবু তাহের (কালন) পেয়েছেন ৩৩৩ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আঃ বারি সরদার (বারেক) পেয়েছেন ২৭৬ ভোট, সহ-সভাপতি পদে মোঃ আবু তাহের পেয়েছেন ২৭৬ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: সহিদুল হক লিটন পেয়েছেন ১৬০ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ বিল্লাল হোসেন পেয়েছেন ৩১৮ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হোসেন মিয়া পেয়েছেন ২৫৯ ভোট, সাধারণ সম্পাদক (সিভিল কোর্ট) মো: নুরুজ্জামান সরকার ৩০৪ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সুজন সাহা পেয়েছেন ১৪৭ ভোট, সহ-সাধারণ সম্পাদক (ফৌজদারী কোর্ট) পদে মোঃ আবুল হাসেম পেয়েছেন ৩৬৬ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হরমুজ আলী সরকার হাসেম পেয়েছেন ২০৪ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মো: মোবারক হোসেন পেয়েছেন ৩১০ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: মনিরুল ইসলাম পেয়েছেন ১৯৯ ভোট ও অর্থ বিষয়ক সম্পাদক পদে মো: আতাউর রহমান সরকার পেয়েছেন ৩১০ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: জামাল হোসেন পেয়েছেন ২৪৮ ভোট।
দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদন্ধীতায় ৭ জন নির্বাচিত হয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD