1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আমি হিমালয় দেখিনি,তবে শেখ মুজিবকে দেখেছি - এমপি বাহার - Dainik Cumilla
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপির কেন্দ্রীয় নেতা মোবাশ্বের আলম ভূঁইয়া বরুড়ায় এক অনন্য আয়োজন, মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্ট পেল সরকারি স্বীকৃতি চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লার আদর্শসদর উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লায় মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প: সাড়ে আট হাজার মানুষ পেলেন স্বাস্থ্যসেবা কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে মহাসমাবেশ কুমিল্লা বিভাগের দাবিতে ৫ হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা কুমিল্লা নগরীর রেইসকোর্সে খাটের নিচে নারীর গলা কাটা মরদেহ কুমিল্লায় খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালের উদ্বোধন উপলক্ষে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় ফলাফল বিপর্যয়, একটি কলেজের কেউ পাশ করেনি

আমি হিমালয় দেখিনি,তবে শেখ মুজিবকে দেখেছি – এমপি বাহার

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৩০৪ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর সাথে যখন দেখা হয়েছিল তিনি বলেছিল, ‘আমি হিমালয় দেখিনি। তবে শেখ মুজিবকে দেখেছি। হিমালয় সবচেয়ে উচু পর্বত। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিক সবচেয়ে উচু মানুষ। হিমালয়ের মত শক্তি যার, হিমালয়ের মত মাতা উচু যার, তার নামই বঙ্গবন্ধু। শনিবার বিকেলে কবি নজরুল ইনস্টিটিউট, কুমিল্লায় “কথা ও কবিতায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে বিশ্ব নেতারা সবচেয়ে বেশি সম্মান দিয়েছিল। বঙ্গবন্ধু পাকিস্তানের জেল থেকে বের হওয়ার পর লন্ডন হয়ে বাংলাদেশে এসেছিল। যখন তিনি ইংল্যান্ডে গেলেন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী গাড়ির দরজা খুলে দিয়েছিলেন। তখন বঙ্গবন্ধু রাষ্ট্রপতিও না প্রাধানমন্ত্রীও না। কেন দরজা খুলে দিলেন? তিনি জাতির জনক, একটি জাতিকে তিনি মুক্তি দিয়েছেন। এজন্য বিশ্বের বড় বড় নেতারা তাকে সম্মান করতেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলা একাডেমির পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু, আবৃত্তি জোট কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাসুদা তোফা। সঞ্চালনা করেন কুমিল্লা বিভাগের সাংগঠ‌নিক সম্পাদক মাহতাব সো‌হেল ও ডা. রোমানা রুমি। আলোচনা সভা শেষে ধনি আবৃত্তি স্কুলের পরিবেশনায় ‘বাংলাদেশ আর মুজিব নামের ভিন্নতা নেই কোন’ পরিবেশিত হয়। এছাড়াও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদসহ কুমিল্লার বিভিন্ন আবৃত্তি সংগঠনের সদস্যরা আবৃত্তি পরিবেশন করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD