1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোট অর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়া সেই ওসিকে প্রত্যাহার - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসামে জামায়াতের গণমিছিল বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত করলো জামায়াত নাঙ্গলকোটে বৃষ্টিতে ভিজে জামায়াতের গণমিছিলে জনতার ঢল চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিল বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে শহীদের কবর জিয়ারত ও দোয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কুবিতে আলোচনা সভা মুরাদনগরে গণঅভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবরে প্রশাসনের শ্রদ্ধা কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালী

নাঙ্গলকোট অর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়া সেই ওসিকে প্রত্যাহার

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৬২১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

শোক দিবসের আলোচনায় অর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়া নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনকে প্রত্যাহার করে কুমিল্লা পুলিশ লাইনওয়ারে সংযুক্ত করা হয়েছে। নাঙ্গলকোট থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার (ওসি) দেবাশীষ চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এ অফিস আদেশ অবিলম্বে কার্যকরের পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে বলেও বলা হয়েছে।
এ বিষয়ে নাঙ্গলকোট চৌদ্দগ্রাম সার্কেল এএসপি জাহিদুল ইসলাম বলেন,ওসি মো. ফারুক হোসেনকে নিয়মিত বদলি করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে নাঙ্গলকোট উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জন্য ভোট চান ওসি ফারুক হোসেন। জাতীয় শোক দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল উপজেলা প্রশাসন। ওই অনুষ্ঠানে ওসি ফারুক হোসেন বলেন, ‘নাঙ্গলকোটের মানুষ গণহারে ওনাকে (আ হ ম মুস্তফা কামাল) আবার নির্বাচিত করবেন। এটা আমার দিক থেকে আপনাদের কাছে মিনতি। আসলে মাননীয় অর্থমন্ত্রী নাঙ্গলকোটের এত উন্নয়ন করেছেন। নাঙ্গলকোটের অনেক এলাকায় রাস্তাঘাট ছিল না, বিদ্যুৎ ছিল না। উনি যখন আসলেন, তখন আপনাদের মন জয় করলেন এবং আপনাদেরকে উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন। এরপর তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আলোচনা- সমালোচনা শুরু হয়। এরই মধ্যে বদলির এই আদেশ আসলো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD