1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
নাঙ্গলকোট অর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়া সেই ওসিকে প্রত্যাহার - Dainik Cumilla
বুধবার, ০৭ মে ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় আড়াই বছরের শিশু নিখোঁজের একদিন পর ডোবা থেকে লাশ উদ্ধার কুমিল্লা জেলার বিভিন্ন থানার ১৩৪ টি রাজনৈতিক গায়েবি মামলা প্রত্যাহার করেছে সরকার ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাং ও বাল্যবিবাহসহ সামাজিক অবক্ষয় রোধে মতবিনিময় সভা কুমিল্লায় সাবেক রেলমন্ত্রীর শ্বশুরবাড়িতে হামলা ভাঙচুর লুটপাট কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার পক্ষে এনসিপি কুমিল্লা নগরীর তেল ওজনে কম দেওয়ায় দুই পেট্রোল পাম্প সিলগালা কুমিল্লা মহাসড়কের পার্শ্ব থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ১৬৭ ‘ভেন্যু কেন্দ্র’ বাতিল নাঙ্গলকোটের শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা ব্রাহ্মণপাড়ায় প্রান্তিক নারীদের নিয়ে তথ্য কেন্দ্রের উঠান বৈঠক অনুষ্ঠিত

নাঙ্গলকোট অর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়া সেই ওসিকে প্রত্যাহার

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৫৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

শোক দিবসের আলোচনায় অর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়া নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনকে প্রত্যাহার করে কুমিল্লা পুলিশ লাইনওয়ারে সংযুক্ত করা হয়েছে। নাঙ্গলকোট থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার (ওসি) দেবাশীষ চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এ অফিস আদেশ অবিলম্বে কার্যকরের পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে বলেও বলা হয়েছে।
এ বিষয়ে নাঙ্গলকোট চৌদ্দগ্রাম সার্কেল এএসপি জাহিদুল ইসলাম বলেন,ওসি মো. ফারুক হোসেনকে নিয়মিত বদলি করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে নাঙ্গলকোট উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জন্য ভোট চান ওসি ফারুক হোসেন। জাতীয় শোক দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল উপজেলা প্রশাসন। ওই অনুষ্ঠানে ওসি ফারুক হোসেন বলেন, ‘নাঙ্গলকোটের মানুষ গণহারে ওনাকে (আ হ ম মুস্তফা কামাল) আবার নির্বাচিত করবেন। এটা আমার দিক থেকে আপনাদের কাছে মিনতি। আসলে মাননীয় অর্থমন্ত্রী নাঙ্গলকোটের এত উন্নয়ন করেছেন। নাঙ্গলকোটের অনেক এলাকায় রাস্তাঘাট ছিল না, বিদ্যুৎ ছিল না। উনি যখন আসলেন, তখন আপনাদের মন জয় করলেন এবং আপনাদেরকে উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন। এরপর তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আলোচনা- সমালোচনা শুরু হয়। এরই মধ্যে বদলির এই আদেশ আসলো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD