1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লা সিটি কর্পোরেশন ওয়াসা গঠনের অনুমোদন পেলো - Dainik Cumilla
শনিবার, ০৩ মে ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে ১ জন নিহত শ্রমিক দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় কৃষকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ কুমিল্লায় দুই রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত কুমিল্লায় মহান মে দিবস পালিত কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি জিআই স্বীকৃতি পেল ব্রাহ্মণপাড়ায় শ্রমিকদলের শ্রমিক সমাবেশ চৌদ্দগ্রামে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা শ্রমিকদলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বরযাত্রীর খাবার চুরি : বি‌য়ে নাক‌রেই ফি‌রে যা‌চ্ছিল বর আসিফ মাহমুদের বিরুদ্ধে মিছিলের প্রতিবাদে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধীরা

কুমিল্লা সিটি কর্পোরেশন ওয়াসা গঠনের অনুমোদন পেলো

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ২০৩ বার পঠিত

নেকবর হোসেন:

পরিবেশবান্ধব টেকসই ও গণমুখী সুপেয় পানি সরবরাহ এবং স্বাস্থ্য সম্মত পয়নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে নগরীতে পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) গঠনে অনুমোদন পেয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুমোদন দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী শামছুল আলম।
কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন ওয়াসা গঠনের অনুমোদন পেয়েছে। আমরা আগামী ১৬ তারিখ সংবাদ সম্মেলন করে বিষয়টি বিস্তারিত জানাবো। এ ব্যাপারে আমাদের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ভাইয়ের সাথে আলোচনা করে এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, ওয়াসা যে কুমিল্লার মানুষের কি কাজে লাগবে তা গঠনের পর বুঝা যাবে। এটি গুরুত্বপূর্ণ পানি সরবরাহ এবং পয়নিষ্কাশনের সম্পূর্ণ বিষয়টি দেখবে ওয়াসা।
এর আগে ২২ জুলাই কুমিল্লায় স্মার্ট বাংলাদেশ বিষয়ক একটি আলোচনা সভায় কুমিল্লা সিটিতে ওয়াসা গঠনের বিষয়টি অনুমোদনের অপেক্ষায় বলে জানান এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। তখন তিনি বলেন, কুমিল্লায় সুয়ারেজ সিস্টেম করতে হবে। এজন্য কুমিল্লায় ওয়াসা করতে হবে। এ ব্যাপারে ফাইল সিগনেচার করে মাননীয় প্রধানমন্ত্রী কাটছে পাঠানো হয়েছে কুমিল্লাতে ওয়াসা করার জন্য। আমি একটি প্রজেক্ট নিয়েছি, প্রায় ২০/২২ হাজার কোটি টাকার। কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোটসহ ফেনী, নোয়াখালী, মিরসরাই শিল্প এলাকায় পানি নেয়ার জন্য পরিকল্পনা করা হচ্ছে। কুমিল্লা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আপনারা ওয়া আশা করার উদ্যোগ নেন- আমি এডিবি, জাইকা অথবা বিশ্ব ব্যাংকের কোন সহায়তা প্রকল্প এখানে ব্যবস্থা করে দিব। সদরের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির সাথে আলাপ-আলোচনা করে আপনারা এই সিদ্ধান্ত নেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD