স্টাফ রিপোর্টার ।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৮ আগষ্ট) বিকেলে নগরীর রামঘাটস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ সারথি দত্ত ও আবদুল করিম মজুমদার,সাংগঠনিক সম্পাদক রুপম মজুমদার, ক্রীড়া সম্পাদক আবদুস ছালাম বেগ,অর্থ সম্পাদক আলী আকবর। ধর্ম সম্পাদক এ বি এম এ বাহার, শ্রম সম্পাদক মানিক খন্দকার, মহিলা আওয়ামীলীগের কোহিনুর বেগম এবং স্বাস্থ্য, দক্ষিন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পাপন পাল, উপ দপ্তর সম্পাদক রুহুল আমিন চৌধুরী,ধর্ম বিষয়ক সম্পাদক এবিএম বাহার,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শাহজাহান চেয়ারম্যান, তথ্য ও গবেষণা সম্পাদক ফরহাদুল মিজান,অর্থ বিষয়ক সম্পাদক আলী আকবর, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নিগার সুলতানা,বীর মুক্তি বাবু নির্মল পাল, ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক এ বি এম খোরশেদ আলম প্রমূখ। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিলের মুনাজাত অনুষ্ঠিত হয়।