মজিবুর রহমান :
কুমিল্লা সার্কিট হাউজে নবাগত জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান, কুমিল্লা সিটি কর্পোরেশনের নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল আলম ও র্যাব ১১, সিপিসি-২ এর নবাগত উপ-পরিচালক এ কে এম মনিরুল আমিন এর সাথে সৌজন্যমূলক আলোচনা করেন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার), জেলা বিজ্ঞ পিপি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া, বিজিবি ১০ এর লেঃ কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম, কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকনসহ অন্যান্যরা।