1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়ে এগিয়ে মেয়েরা, পাসের হারে এগিয়ে ছেলেরা - Dainik Cumilla
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপির কেন্দ্রীয় নেতা মোবাশ্বের আলম ভূঁইয়া বরুড়ায় এক অনন্য আয়োজন, মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্ট পেল সরকারি স্বীকৃতি চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লার আদর্শসদর উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লায় মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প: সাড়ে আট হাজার মানুষ পেলেন স্বাস্থ্যসেবা কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে মহাসমাবেশ কুমিল্লা বিভাগের দাবিতে ৫ হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা কুমিল্লা নগরীর রেইসকোর্সে খাটের নিচে নারীর গলা কাটা মরদেহ কুমিল্লায় খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালের উদ্বোধন উপলক্ষে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় ফলাফল বিপর্যয়, একটি কলেজের কেউ পাশ করেনি

কুমিল্লা শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়ে এগিয়ে মেয়েরা, পাসের হারে এগিয়ে ছেলেরা

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৭৩ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা শিক্ষাবোর্ডে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়ে এগিয়ে মেয়েরা, পাসের হারে এগিয়ে আছেন ছেলেরা। শুক্রবার (২৮ জুলাই) কুমিল্লা শিক্ষাবোর্ডে ফলাফল প্রকাশের পর ওয়েবসাইটে এই চিত্র দেখা যায়। বোর্ডে প্রকাশিত ফলাফলে দেখা যায়, মেয়ে শিক্ষার্থীদের মধ্যে ৬ হাজার ৯১৮ জন ও ছেলে শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৭০৫ জন জিপিএ-৫ পায়। মোট জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৬২৩ জন শিক্ষার্থী। কুমিল্লা শিক্ষাবোর্ডে চলতি বছরে মোট পাশের হার ৭৮.৪২ শতাংশ। তারমধ্যে ছেলে শিক্ষার্থী ৭৮.৭৯ শতাংশ ও মেয়ে শিক্ষার্থী ৭৮.১৪ শতাংশ পাশ করেন। এই বছরে কুমিল্লা বোর্ড থেকে মোট ১ লাখ ৮২ হাজার ৬৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। তারমধ্যে ছেলে পরীক্ষার্থী অংশ নেয় ৭৭ হাজার ১০০ জন। যাদের মধ্যে ৬০ হাজার ৭৪৭ জন পাস করেন। মেয়ে পরীক্ষার্থী অংশগ্রহণ করেন ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন। যাদের মধ্যে পাশ করেন ৮২ হাজার ৪৬৯ জন। মোট ১ লাখ ৪৩ হাজার ২১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেন। একজন শিক্ষার্থীর অবিভাবক বলেন, মেয়েরা বর্তমানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে, পরিবারকে আর্থিকভাবেও সাহায্য করছে, এমনকি কোনো কোনো পরিবারে মেয়েসন্তানটিই সব দায়িত্ব পালন করছেন। ফলে মা-বাবা মেয়েদের লেখাপড়ার গুরুত্ব বুঝতে পারছেন। অন্যদিকে শিক্ষকরা বলছেন, সামাজিক অনেক প্রতিকূলতার মধ্যেও মেয়েরা ভালো করছে এটি একটা ভালো দিক। কিন্তু মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে থাকার কথা থাকলেও তারা পিছিয়ে পড়ছে-এটা কোনোভাবেই ভালো দিক নয়। এজন্য ছেলেদের বহির্মুখী মনোভাব এবং মোবাইল ও ইন্টারনেট-এর অপব্যবহারকেই দায়ী করছেন তারা। তারা বলছেন, মেয়েদের তুলনায় ছেলেদের পড়াশোনার সুযোগ বেশি। কিন্তু এরপরও মেয়েদের তুলনায় ছেলেরা পিছিয়ে থাকছে। মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিস্তার লাভের যুগে এটা অবশ্যই শংকার। এ জন্য অভিভাবকদের সতর্ক থাকার তাগিদ দেন তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD