1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লা শিক্ষা ও ঐতিহ্য ও উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে বেগবান করতে কাজ করতে চাই: নতুন জেলা প্রশাসক মুশফিকুর রহমান - Dainik Cumilla
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ায় শ্রমিকদলের শ্রমিক সমাবেশ চৌদ্দগ্রামে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা শ্রমিকদলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বরযাত্রীর খাবার চুরি : বি‌য়ে নাক‌রেই ফি‌রে যা‌চ্ছিল বর আসিফ মাহমুদের বিরুদ্ধে মিছিলের প্রতিবাদে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধীরা নাঙ্গলকোটে বলৎকারের পর শিশুকে হত্যা, কিশোর আটক ঢাকাস্থ ব্রাহ্মণপাড়া সমিতির উদ্যোগে যাকাত তহবিল থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালী কুমিল্লা সাংস্কৃতিক জোটের ধারাবাহিক নেতৃত্বের পালাবদল সম্পন্ন বর্ষসেরা সাংস্কৃতিক কর্মী হিসেবে সম্মাননা পেয়েছেন মোঃ আশিকুর রহমান শিশির

কুমিল্লা শিক্ষা ও ঐতিহ্য ও উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে বেগবান করতে কাজ করতে চাই: নতুন জেলা প্রশাসক মুশফিকুর রহমান

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৭১ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লায় নবাগত জেলা প্রশাসক খন্দকার মু : মুশফিকের রহমান বলেছেন, সবার পারস্পরিক সহযোগিতায় কুমিল্লার ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে যাবো।

বুধবার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কুমিল্লার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক খন্দকার মু : মুশফিকের রহমান এ কথা বলেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পস্কজ বড়ুয়া সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,বাংলাদেশ সকল জেলা থেকে শিক্ষা ও ঐতিহ্য দিক থেকে কুমিল্লা অনেকটাই এগিয়ে আছে।কুমিল্লা শিক্ষা ও ঐতিহ্য ও উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে বেগবান করতে কাজ করতে চাই। আর জঙ্গীবাদ, মাদক, কিশোর গ্যাং, বাল্য বিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাই মিলে একতাবদ্ধ হয়ে প্রচেষ্টা নিতে হবে।

এর আগে সাংবাদিকরা জাতীয় নির্বাচনে সামনে রেখে প্রশাসনের সহযোগিতার কামনা করেন। এছাড়া গোমতি নদীর মাটি উত্তোলন বন্ধ ও জেলা ঐতিহাসিক ফুলার হোস্টেল চালু,সীমান্তে মাদক প্রতিরোধসহ নানা সমস্যা তুলে ধরেন বক্তারা।

সভায় বক্তারা আরো বলেন,প্রশাসন ও সাংবাদিকদের পেশাগত দ্বায়িত্ব পালনের স্বার্থে পারস্পরিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন এবং আগামীতে এ সম্পর্ক আরো মজবুত হবে বলে আশা ব্যক্ত করেন।

 

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি লুৎফুর রহমান,কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত, বাসস ও রুপসী বাংলার সিনিয়র রিপোর্টার অশোক বড়ুয়া, এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি খায়রুল আহসান মানিক, একুশে টিভির প্রতিনিধি হুমায়ন কবীর রণী, কুমিল্লা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাদা এমরান, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দৈনিক জনকন্ঠের প্রতিনিধি মীর শাহলম, কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাসেম, প্রথম আলোর গাজীউল হক সোহাগ, দৈনিক শিরোনামের মোতাহের হোসেন মাহবুব, জিটিভির সেলিম রেজা মুন্সি, বিটিভির রাবেয়া বেগম,যমুনা টিভির খোকন চৌধুরী, দৈনিক আজকের পত্রিকার দেলোয়ার হোসাইন আকাঈদ, দেশরূপান্তরের দেলোয়ার হোসেন জাকির, ভোরের কাগজের ফিরোজ মিয়া , চ্যানেল টোয়েন্টি ফোরের জাহিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টিভির তানভীর দীপু,দৈনিক আজকের জীবনের প্রতিনিধি নেকবর হোসেন, দৈনিক পূর্বাশার রাসেল সোহেল, দৈনিক সকালের সময়ের এইচ এম মহিউদ্দিন, দেশ টিভির সুমন কবির, কুমিল্লা নিউজের জহিরুল হক বাবু,কুমিল্লা টোয়েন্টি ফোরের প্রতিনিধি বিপ্লব চক্রবর্তী, সোহাইবুল ইসলাম, রুবেল মজুমদার প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD