আবুল কালাম আজাদ, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ
৮০ কেজি গাঁজা ২টি সিএনজি অটোরিক্সা গাড়ীসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
স্থানীয় ও থানা সূত্র জানা গেছে, বাঙ্গরা বাজার থানার নেতৃত্বে এসআই/উগ্যজাই মারমা সঙ্গীয় অফিসার ও ফোর্স’সহ বাঙ্গরা বাজার থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালীন সময়ে ২টি সিএনজি যোগে কসবা থানা কুটি চৌমুহনী হইতে গাঁজা নিয়া হায়দরাবাদ এলাকার দিকে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বাঙ্গরা বাজার ৩নং আন্দিকুট ইউপির পাক দেওড়া দক্ষিণ পাড়ায় জুুজু মিয়া বসতঘরের পূর্ব পাশে দেওড়াগামী কাঁচা রাস্তার উপর উৎপেতে বসিয়া থাকেন। কিছুক্ষন পর দুইটি সিএনজি পুলিশের সামনে পৌঁছা মাত্রই বেরিকেড সৃষ্টি করিলে পুলিশের উপস্থিতি টের পাইয়া সামনের সিএনজির চালক আসনে বসা অবস্থায় ব্রাক্ষণবাড়িয়া জেলা কসবা থানা কাইমপুর সরকার বাড়ী মোঃ রফিক সরকার মাতাঃ মাহমুূদা ছেলে মোঃ সোহেল সরকার (২২)কে গ্রেফতার করে। পিছনে বসা একজন লোক পালাইয়া যায়। ২টি সিএনজি, সীটের পিছনের খালি জায়গায় এবং যাত্রীর পা রাখার স্থানে ৪৮ কেজি গাঁজা। অপরদিকে আরোএকটি সিএনজিতে চালক আসনে বসা অবস্থায় ব্রাক্ষণবাড়িয়া জেলা কসবা থানা কাইমপুর ইউনিয়নের জাজিসার পশ্চিম পাড়া মৃতঃ হারুন মিয়া ছেলে মোঃ রাসেল মিয়া ওরফে সিজান আহাম্মদ (৩০), হাসান আলী ছেলে আবু বক্কর সিদ্দিক লিপু( ২৪)কে সিএনজি অটোরিকশা যাত্রী বসার সীটের পিছনের খালি জায়গায় ৩২ কেজি গাঁজাসহ ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আসামীগণকে জিজ্ঞাসাবাদে উক্ত পালায়নকারী আসামীর নাম বাঙ্গরা বাজার থানা আন্দিকোট ইউনিয়ন দেওরা গ্রামের মৃতঃ আঃ লতিফ ভূঁইয়া ওরফে মনির মাতাঃ মনোয়ারা বেগম ছেলে দূর্বাজ ভূঁইয়া ওরফে নুরুল হক(৪০) নাম প্রকাশ করেন।
বাঙ্গরা বাজার থানা ওসি মোহাম্মদ রিয়াজ উদ্দিন সরকার বলেন, ৮০ কেজি গাঁজা ২টি সিএনজি অটোরিক্সা গাড়ীসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানার মামলা নং-০২, তারিখ- ০৬/ ০৭/ ২০২৩ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬(১) এর সারণি ১৯(গ)/৪১/৩৮ রুজু করা হয়।