গোলাম হোসাইন তামজীদ, কুমিল্লা।।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের উদ্যোগে ফাজিলপুর হাইওয়ে থানার এসআই নুর সোলায়মান এবং এএসআই আলতাফ হোসেন ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিওিতে মঙ্গলবার( ৪ জুলাই) দুপুরে ঢাকা-চট্রগাম মহাসড়কের নিসকুঞ্জরা নামক স্থানে ঢাকামুখী লেনে যাত্রীবাহী তিশা প্লাটিনাম বাসে বস্তা ভর্তি ৪০(চল্লিশ) লিটার চোলাই মদসহ ১ জনকে আটক করে। আটককৃত আসামী হলেন আবুল কালামের ছেলে জেলা মোঃ শাহাবুদ্দিন (২৫) চট্রগ্রাম। কুমিল্লা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বিকেলে ঢাকা মেইলকে জানান আসামীর বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।