1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে কামারশালায় ব্যাস্ত সময় পার করছে কামাররা - Dainik Cumilla
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে বিএনপির আমি-ডামি নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন কুমিল্লায় বিএনপির কাউন্সিল প্রার্থীদের মনোনয়ন জমা, বাছাই-প্রতীক বরাদ্দ সম্পন্ন কুমিল্লায় ইয়াবা, গাঁজা ও স্কাফসহ আটক ৩ কুমিল্লায় পরকীয়ার কারণে চার টুকরো খুনে ব্যবহৃত কুড়াল ও ছুরি উদ্ধার, স্বামী-স্ত্রী দুইজনকে আসামি করে মামলা কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ৯ জন, হাসপাতালে ভর্তি ২৬ জবি ছাত্রী অবন্তিকার মৃত্যু: অব্যহতি পেলেন সহকারী প্রক্টর দ্বীন ইসলাম লাকসামে অনার্স নবীন শিক্ষার্থীদের বরণ করলো নওয়াব ফয়জুন্নেছা কলেজ ছাত্রশিবির দীর্ঘ ১৩ বছর পর লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত কুমিল্লায় ৫০ লাখ টাকার ভারতীয় সিটিরিজিন ট্যাবলেট আটক সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন

দেবীদ্বারে কামারশালায় ব্যাস্ত সময় পার করছে কামাররা

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

শফিউল আলম রাজীব :

কামারশালাগুলোতে টুং টাং শব্দেই যেন জানান দিচ্ছে সামনে আসছে ঈদুল আজহা। কুরবানির পশু জবাই ও মাংস সাইজ করতে ছুরি, চাপাতি, দা, বঁটি অত্যাবশ্যকীয়। সেগুলো সংগ্রহ এবং প্রস্তুত রাখতে এখন সবাই ব্যস্ত। আর এর উপকরণ তৈরি ও শান বা লবণ-পানি দেয়ার কাজে প্রয়োজন কামারদের। পশু কুরবানির দা, ছুরি ও চাপাতিসহ প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে কামারপাড়ায় ছুটছে মানুষ। আবার কেউ কেউ পুরনো সরঞ্জাম মেরামত অথবা শান দিয়ে নিচ্ছেন।

প্রয়োজনীয় উপকরণের অভাব, আর্থিক সংকটসহ নানা কারণে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এই শিল্প। পাশাপাশি কয়লা আর কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় লাভের পরিমাণ কমেছে বলেও জানান কর্মকাররা। বর্তমান আধুনিক যন্ত্রাংশের প্রভাবে কামার শিল্পের দুর্দিন চললেও পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠে এ শিল্প। শান দেয়া নতুন দা, বঁটি, ছুরি ও চাকু সাজিয়ে রাখা হয়েছে দোকানের সামনে। ভেতরে চলছে কাজ। দোকানের জ্বলন্ত আগুনের তাপে শরীর থেকে ঝরছে অবিরাম ঘাম। চোখেমুখে প্রচণ্ড ক্লান্তির ছাপ। তবু থেমে নেই তারা । প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলছে কাজের ব্যস্ততা।

দেবীদ্বার পৌর এলাকার ফতেহাবাদ, গ্রামের সমির কর্মকার জানান, ঈদের মাত্র দুদিন বাকি, তাই এখন অনেক ব্যাস্ততা। বছরের অন্য দিনগুলোতে তেমন কাজ থাকে না। কিন্তু কুরবানির ঈদ এলে কাজের চাপ বেড়ে যায়। দিন-রাত কাজ করেও অবসর পাওয়া যায় না।

লক্ষন কর্মকার বলেন, দীর্ঘ প্রায় ১৫-১৬ বছর যাবৎ এই কাজ করছি। ঈদকে সামনে রেখে পাইকারি দোকানদার ও খুচরা ক্রেতাদের কাছে এ সময়ে আমাদের কদর বেশ ভালোই থাকে।

ঈদুল আজহাকে সামনে রেখে দেবীদ্বার উপজেলার কামার দোকানগুলোতে ব্যস্ত সময় পার করছে কর্মকাররা। এ উপজেলায় ১টি পৌরসভাসহ ১৫টি ইউনিয়ন রয়েছে। পৌর এলাকার পুরান বাজার, ফতেহাবাদ, পোনরা ও বারেরা বাজারসহ ইউনিয়নগুলির বড় প্রতিটি বাজারেই আছে কামারের দোকান। তবে উপজেলার মধ্যে একমাত্র ফতেহাবাদেই আছে প্রায় দশটি কামারশালার একটি কামার পল্লী। কুরবানির ঈদ সামনে রেখে সেখানে লোহা আর হাতুড়ির শব্দে এখন আকাশ-বাতাস মুখরিত।

কারিগররা জানান, কাঁচা-পাকা লোহা দিয়ে তৈরি করা হয় এসব ধাতব যন্ত্রপাতি। তবে পাকা লোহার দা- ছুরির চাহিদা সবসময়ই বেশি থাকে এবং বেশি দামে বিক্রি হয়ে থাকে। ঈদ এলেই বেচা-বিক্রির ধুম পরে যায় কামারশালাগুলোতে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD