1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায় আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ,৩ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু - Dainik Cumilla
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার মেশিনে মাটি উত্তোলন: এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক নির্মানে অনিয়ম, দুদকের অভিযান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে দর্শনার্থী নিজেই কারাগারে কুমিল্লায় বিভিন্ন বাহিনীর চাকরির নামে প্রতারণা চক্রের দালালসহ ১৩ জন গ্রেফতার লাকসামে নিখোঁজের ১ দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ নাঙ্গলকোটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা কুমিল্লা নগরীর ২ মসল্লার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় ছাত্র আন্দোলনে গুলি চালানো শুটার ফাহিমসহ বিভিন্ন মামলায় ১৩ জন গ্রেপ্তার কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই ফাহিম গ্রেফতার

কুমিল্লায় আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ,৩ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১২৩ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুনরায় যান চলাচল চালু হয়েছে। মঙ্গলবার (৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল শুরু হয়। তবে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল শুরু হলেও ঢাকামুখী লেনে বন্ধ রয়েছে।

এর আগে এদিন সকাল ৯টায় উপজেলা সদরে বর্তমান সংসদ সদস্য মুজিবুল হক অনুসারী এবং চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমানের অনুসারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সংসদ সদস্য মুজিবুল হক বঙ্গবন্ধু স্কয়ারে গণজমায়াতের আয়োজন করেন। একই দিনে চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমানও উপজেলায় শোভাযাত্রার আয়োজন করেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। একপর্যায়ে সকাল ৯টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ভাঙচুর করা হয় গণজমায়াতের মঞ্চ ও বেশকিছু যানবাহন। আগুন দেওয়া হয় একাধিক মোটরসাইকেলে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুমিল্লার সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগের পদবঞ্চিত নেতারা চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানের সমর্থনে মহাসড়কে নেমে ভাঙচুর চালান। পরে এমপি মুজিবুল হকের সমর্থকরা তাদের প্রতিহত করতে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে মহাসড়কে সংঘর্ষের কারণে চট্টগ্রাম লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়তে হয়েছে শত শত মানুষকে। খবর পয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম লেনে যান চলাচল স্বাভাবিক করে।

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, নিরাপত্তার স্বার্থে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। তারা চট্টগ্রাম লেন থেকে সরে দাঁড়ালে যান চলাচল শুরু করা হয়। এখন ধীরগতিতে চলছে। আশা করছি দ্রুতই দুই লেনে যান চলাচল স্বাভাবিক হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD