শামীম রায়হান॥
চট্টগ্রাম বিভাগীয় ইনোভেশন শোকেসিং ২০২৩-এ অন্যতম উদ্ভাবনী উদ্যোগ হিসেবে ‘বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড অংশ নিয়েছে।
বুধবার (১০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত, চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম হলে এই প্রদর্শনীর উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব নবীরুল ইসলাম। এতে, কুমিল্লা জেলার ৪টি উদ্ভাবনীর মধ্যে অন্যতম হিসেবে বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড অংশ নেয়। প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন ‘বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড- এর ব্যবস্থাপনা পরিচালক এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন। প্রদর্শনীটি ১১ মে বুধবার সন্ধ্যায় শেষ হয়।
এতে অনলাইনে আয়কর জমা দেওয়ার দেশের প্রথম সফটওয়্যার কোম্পানি হিসেবে ‘বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড ২০১৫ সালে যাত্রা শুরু করে। বাংলাদেশের রাজস্ব খাতে ডিজিটালাইজেশন এবং তথ্য প্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখায় প্রতিষ্ঠানটি বেসিস ন্যাশনাল আইসিটি আওয়ার্ড-২০১৮ ,বাংলাদেশ স্টার্টআপ অ্যাওয়ার্ড ২০১৭, ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড ২০১৭, বেসিস অ্যাওয়ার্ড ২০১৫ অর্জন করে। এছাড়াও চীনে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক আইসিটি এ্যালায়ান্সে- ফিন্যান্স অ্যান্ড একাউন্টিং সল্যুশন ক্যাটাগরিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।
গ্রাহক সেবার মান বৃদ্ধি এবং স্বল্প সময়ের মধ্যে সেবা প্রদান নিশ্চিত করতে বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড মোবাইল অ্যাপের কার্যক্রম চালু করেছে। ফলে করদাতারা চাইলে গুগল প্লে স্টোর থেকে বিডি ট্যাক্স অ্যাপ ডাউনলোড করে ঘরে বসেই নিরাপদে ও স্বল্পসময়ে সেবা গ্রহন করতে পারবে। এর সিইও জুলফিকার আলী জানান, দেশের রাজস্য আহরণ তথা আয়কর রিটার্ন তথ্য-প্রযুক্তির মাধ্যমে জমা এবং প্রক্রিয়াটি সহজ করতে বিডি ট্যাক্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে।