শামীম রায়হান॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহযোগী সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব)এর অস্ট্রেলিয়া শাখার আংশিক কমিটি অনুমোদন গঠন করা হয়েছে।
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার দক্ষিণ গাজীপুর গ্রামের অস্ট্রেলিয়া প্রবাসী ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়াকে সভাপতি ও একই জেলার চান্দিনা উপজেলার দারোরা গ্রামের অস্ট্রেলিয়া প্রবাসী ইঞ্জিনিয়ার মোঃ তোফাজউল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সুমন ও দপ্তর সম্পাদক হিসাবে ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম কে নির্বাচিত করা হয়, নব নির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম ভূইয়াঁ তিনি ডি ই এব এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক হিসেবে আছেন।
নব নির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ তোফাজউল হোসেন অস্ট্রেলিয়া শাখা কমিটির পক্ষ থেকে ডিইএব এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুজ্জামান সান্টু ভাই , মহাসচিব ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেন,সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া রুবেল এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার অলিউল্লাহ ভূঁইয়া সায়েমকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।