1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
লাকসামে যুক্তরাষ্ট্র প্রবাসী হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থভাবে বেঁচে থাকার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ বুড়িচং উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন দেবীদ্বারে টাকা লেনদেনের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন কুবি‘র বিজয় ২৪ হলে অভিযানে মাদক উদ্ধার, জড়িত ছাত্রলীগ নেতা ও ৩ শিক্ষার্থী কুমিল্লায় আড়াই বছরের শিশু নিখোঁজের একদিন পর ডোবা থেকে লাশ উদ্ধার কুমিল্লা জেলার বিভিন্ন থানার ১৩৪ টি রাজনৈতিক গায়েবি মামলা প্রত্যাহার করেছে সরকার ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাং ও বাল্যবিবাহসহ সামাজিক অবক্ষয় রোধে মতবিনিময় সভা কুমিল্লায় সাবেক রেলমন্ত্রীর শ্বশুরবাড়িতে হামলা ভাঙচুর লুটপাট কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার পক্ষে এনসিপি কুমিল্লা নগরীর তেল ওজনে কম দেওয়ায় দুই পেট্রোল পাম্প সিলগালা

লাকসামে যুক্তরাষ্ট্র প্রবাসী হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার

  • প্রকাশিতঃ সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৬৮ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লায় যুক্তরাষ্ট্র প্রবাসী এক ব্যক্তিকে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার রাতে নোয়াখালীর চাটখিল উপজেলা হালিমা দিঘিরপাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২২ বছর বয়সী রহমত উল্যাহ ওরফে রনি সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নের উলুপাড়া গাছি বাড়ির সামসুদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (গত ৬ এপ্রিল) প্রবাসীকে হত্যা মামলায় রনিসহ পাঁচজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে কুমিল্লার আদালত।

মামলার বরাতে রোববার দুপুরে মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ২০১৭ সালের ১ অগাস্ট কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে লাকসাম অংশের মুদাফফরগঞ্জ এলাকার ডোবা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া লাশটি সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী আকবর হোসেনের। ফেইসবুকে মরদেহের ছবি দেখে পরিচয় শনাক্ত করেন নিহতের স্ত্রী ফাতেমা বেগম। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে লাকসাম থানা হত্যা মামলা করেন।

তিনি আরও বলেন,পরে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হলে পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাসরিন জাহান হত্যার ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর থেকে রনিসহ দুইজন পলাতক ছিলেন।

মামলার প্রধান আসামি লিপি আক্তারের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডের শিকার হন প্রবাসী আকবর হোসেন বাবুল।

গ্রেপ্তার রনিকে সোনাইমুড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে মেজর সাকিব জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD