
মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশন অফ ঢাকা (বাসেড) কক্সবাজার ট্যুর -২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত ৭ নভেম্বর সন্ধ্যায় বাসেড এর আয়োজনে কক্সবাজার একটি গেস্টহাউজের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাসেড এর প্রতিষ্ঠাতা সভাপতি সরকার জহিরুল হক সরকার মিঠুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মোঃ সাইফুল ইসলাম। সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন, কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়ার থেকে বিএনপির মনোনয়ন প্রাপ্ত হাজী জসীম উদ্দীন জসিম, সাভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোসপানা গ্রুপের চেয়ারম্যন আতাউর রহমান রোজেল, রূপপুর পারমানবিক বিদ্যৎ কেন্দ্রের কু-অর্ডিনেটর তারেক ভূইয়া, প্যারাডাইস কন্সট্রাকসান লিঃ এর চেয়ারম্যন মোঃ মনিরুল ইসলাম, কুমিল্লা-৫ বুড়িচং – ব্রাহ্মণপাড়ার থেকে জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রাপ্ত ড. মুবারক হোসেইন, মোসপানা গ্রুপের এমডি আতিকুর রহমান সোহেল, সুপ্রীমকোর্টের এড. আতিকুর রহমান খান। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক উর্মি আক্তার ভূইয়া,
কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক
রেজাউল করিম তাহসান,রিদওয়ানুল কবির নাহিদসহ বাসেড এর সাবেক ও বর্তমান দস্যবৃন্দ।
অনুষ্ঠানে বিশিষ্টজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাসেড এর প্রতিষ্ঠাতা সভাপতি সরকার জহিরুল হক মিঠুন। এসময় বক্তারা বলেন, অন্বেষণ কোচিং এর মাধ্যমে বাসেড ব্রাহ্মণপাড়া উপজেলার মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ফ্রি কোচিং এবং তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে বাসেড সবসময় সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতে ও সহযোগিতা করে যাবে। এছাড়া এ বছরে অন্বেষণ কোচিং সেন্টার থেকে ফ্রি বই প্রদান করা হবে। ভবিষ্যতে বাসেড এর মাধ্যমে অন্বেষণ কোচিং সেন্টার পরিচালনার ক্ষেত্রে ব্রাহ্মণপাড়ার বিশিষ্টজনেরা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন বলে আশ্বস্ত করা হয়।সভাশেষে এক মনোগ্য সাংস্কৃতিক সন্ধ্যায অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বাসেড এর প্রতিষ্ঠাতা সরকার জহিরুল হক সরকার মিঠুন বাসেড এর নতুন সভাপতি ঢাকা ইউনিভার্সিটির সংগীত বিভাগের ৪ র্থ বর্ষের ছাত্র আরাফাত হাসানকে সভাপতি এবং তিতুমীর কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র আসাদুজ্জামান রনিকে সাধারণ সম্পাদক পদে ঘোষনা করা হয়।
বাসেড এর পক্ষ থেকে গত ৬ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত কক্সবাজারে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।