স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার ধনপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্যে যুবক আহত। মামলার বিবরনীতে জানা যায় ধনপুর এলাকার মো. শিপু ওরফে শিপ্পা( ৩২),শিপুর পিতা জসীমউদ্দিন( ৬৮) এবং ভাই রিয়াদ (২৫)একই এলাকার আমীর হোসেনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। আমীর হোসেনের সাথে থাকা মোটর সাইকেল ও মোবাইল ফোন এবং ৫ লাখ ৭ হাজার টাকা নিয়ে যায়। ভিকটিম আমীর হোসেনের শরীরে আনুমানিক সাড়ে ৪ শত সেলাই লাগে। ভুক্তভোগী আমীর হোসেন জানান আমরা নিরাপত্তাহূনতাই ভুগছি সন্ত্রাসীরা এখন গ্রেফতার না হওয়ার কারণে।
এব্যাপারে চকবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ মো. নয়ন মিয়া জানান মামলা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।