মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সারাদেশে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সকল শিক্ষাবোর্ড। এবছর ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় ফলাফল বিপর্যয় হয়েছে। এইচএসসি ও আলিম পরীক্ষায় ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে মোট ১৯৮১ জন পরিক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৯৯৭ জন। এতে জিপিএ-৫ পেয়েছে ২৩ জন।
উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, এবছর উপজেলায় ১৪টি কলেজ থেকে ১৬৯০ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৭৬৬ জন।
এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন এবং পাশের হার শতকরা ৪৫.৩৩%। এর মধ্যে ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে কেউ পাশ করেনি। গত বছর ব্রাহ্মণপাড়ায় এইচএসসি পরিক্ষায় পাশের হার ছিলো ৯৭%। গত বছর ৪ কলেজ শতভাগ পাশ করলেও এ বছর কোন কলেজ শতভাগ পাস করেনি।
আলিম পরীক্ষায় ৮টি মাদ্রাসা থেকে ২৯১ জন পরিক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ২৩১ জন।
জিপিএ-৫ পেয়েছে ৬ জন এবং পাশের হার ৭৯.৩৮%। গত বছর আলিম পরিক্ষায় পাশের হার ছিলো ৯৬%। গতবছর তিনটি মাদ্রাসায় শতভাগ পাস করলেও এবার কোন মাদ্রাসায় শতভাগ পাস করেনি।
এইচএসসি (বিএম) থেকে ৩ কলেজে ১৪৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১০৯জন পাস করেছে। পাশের হার ৭৪.৬৬, জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন। এর মধ্যে সাহেবাবাদ ডিগ্রী কলেজ (বিএম) থেকে শতভাগ পাস করেছে।