মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের গোপালনগর মহিলা আলিম মাদরাসার আলিম নতুন শিক্ষা বর্ষের নবীণ বরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে মাদরাসার অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. জামাল হোসেন বলেন, একজন মা একটি জাতি গঠনের মূল কারিগর। একজন মা-ই পারেন তার সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে। আজ যারা মহিলা শিক্ষার্থী আগামীতে তারাই একজন সুশিক্ষিত মায়ের স্থানে আসীন হবে। তারা যত সুশিক্ষিত হবে তাদের সন্তানরাও ততটাই সু-শিক্ষিত হবে।
তিনি আরো বলেন, বর্তমানে আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষা ব্যবস্থার উন্নতি করা। যে জাতি যত বেশি শিক্ষিত হবে, সে জাতি তত বেশি উন্নত হবে। সুতরাং, সকল নাগরিককে শিক্ষার আওতায় এনে শিক্ষার হার বৃদ্ধি করতে হবে। আর সেক্ষেত্রে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন সর্বোচ্চ পাশে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে.এম. মীর হোসেন।
কুমিল্লা গোমতি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গোপালনগর মাদরাসার আজীবন দাতা সদস্য ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে ও মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাহবুবুল হক এবং উপাধ্যক্ষ মাওলানা মো. শাহ আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ৪নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অত্র মাদরাসার আজীবন দাতা সদস্য মোস্তফা নুরুজ্জামান খোকন, ৪নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম, মাদরাসার আজীবন দাতা সদস্য অহিদ উল্লাহ মজুমদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪নং শ্রীপুর ইউনিয়নের আমীর মাওলানা আব্দুল হাকিম, গোপালনগর আলিম মহিলা মাদ্রাসার বাংলা প্রভাষক জোবায়দা আক্তার প্রমুখ।
এ সময় মাদরাসার শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।