1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে বাংলাদেশ সাংবাদিক সমিতির উপজেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত - Dainik Cumilla
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অবৈধ রেগুলেটর ধ্বংস কুমিল্লায় সড়কের পাশে সরকারি গাছ কেটে নিলেন যুবদল নেতারা ব্রাহ্মণপাড়া ষাইটশালা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার প্রথম সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে বাংলাদেশ সাংবাদিক সমিতির উপজেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় একাধিক মামলার আসামীসহ ৪ জন গ্রেপ্তার পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে চৌদ্দগ্রামে জামায়াতের লিফলেট বিতরণ কুমিল্লা সিটির কর্পোরেশনের এক লাখ ২২ হাজার শিশু কিশোর পাচ্ছে টাইফয়েড টিকা কুমিল্লায় তেল পরিমাপে গরমিল হওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা মাদক ও বাল্যবিবাহের বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া থানার ওসির সচেতনা মূলক সভা  ব্রাহ্মণপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

চৌদ্দগ্রামে বাংলাদেশ সাংবাদিক সমিতির উপজেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৪ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘বাংলাদেশ সাংবাদিক সমিতি’ চৌদ্দগ্রাম উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দুপুরে উপজেলার আটগ্রামস্থ হোটেল ডলি রিসোর্ট হলরুমে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ‘বাংলাদেশ সাংবাদিক সমিতি’ কুমিল্লা জেলা শাখার সভাপতি, সিনিয়র সাংবাদিক ইয়াসমিন রীমা। প্রধান বক্তা ছিলেন ‘বাংলাদেশ সাংবাদিক সমিতি’ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক, কুমিল্লার জমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. শাহজাদা এমরান। সভায় বিশেষ অতিথি ছিলেন ‘বাংলাদেশ সাংবাদিক সমিতি’ কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি মো. ওমর ফারুকী তাপস, দফতর সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু।

‘বাংলাদেশ সাংবাদিক সমিতি’ চৌদ্দগ্রাম উপজেলা শাখার মতবিনিময় সভায় দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে বক্তারা বলেন, চৌদ্দগ্রাম উপজেলা সাংবাদিকদের জন্য একটি উর্বর ভূমি। এ চৌদ্দগ্রাম থেকেই অনেক গুণী সাংবাদিকের জন্ম হয়েছে। তারা আজ দেশের নামকরা বিভিন্ন মিডিয়ায় বেশ সম্মানের সাথে কাজ করে যাচ্ছেন। এ চৌদ্দগ্রামে সাংবাদিকদের প্রাণের সংগঠন ‘চৌদ্দগ্রাম প্রেসক্লাব’ এর একটি নির্বাচিত কমিটি আছে। এখানে শুধুমাত্র টেলিভিশন জার্নালিস্টদের নিয়ে একটি আলাদা সংগঠন আছে। আজ বাংলাদেশ সাংবাদিক সমিতির উপজেলা শাখা গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হল।

আগামীদিনে যারাই সাংবাদিক সমিতির নেতৃত্বে আসবেন তাদের প্রতি উদ্দেশ্য করে বক্তারা আরও বলেন, চৌদ্দগ্রামের প্রায় ৫ লক্ষ মানুষের জন্য উপজেলা ভিত্তিক মাত্র শতাধিক সাংবাদিক কাজ করেন। আমি মনে করি এখানে সাংবাদিকতা করার অপর সুযোগ ও সম্ভাবনা রয়েছে। তবে, এ মহান পেশায় যেনতেন লোকের আসা উচিত হবে না। যারা দেশের কল্যাণেই শুধু সাংবাদিকতা করবেন এখানে তাদেরই আসা উচিত। ছোট-বড় মিডিয়া বলে কোনো কথা নেই। আপনি যেখানেই কাজ করেন না কেন, আন্তরিকতার সাথে কাজ করুন। দেখবেন, একটা সময় সফলতা আপনার কাছে ধরা দিতে বাধ্য। যারা লিখবেন, যারা শিখতে আগ্রহী, তাদেরকে এগিয়ে নিতে বাংলাদেশ সাংবাদিক সমিতির প্রশিক্ষণ কর্মসূচি সহ বাস্তবধর্মী নানান পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপ রয়েছে। আপনারা সঠিক প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলে সামনের দিকে এগিয়ে নিতে চাইলে সাংবাদিক সমিতি সর্বদা আপনাদের পাশে থাকবে। আপনি এগিয়ে গেলে, কেউ না কেউ আপনার পেছনে পড়ে যাবেই। সুতরা ভালো সাংবাদিক হতে চাইলে নিজের দক্ষতা বৃদ্ধিতে প্রচুর কাজ করার সুযোগ রয়েছে। দক্ষ ও দেশপ্রেমিক সাংবাদিক হিসেবে তৈরী হতে চাইলে বাংলাদেশ সাংবাদিক সমিতি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবে। এ সময় তারা সত্য ও ন্যায়-নীতির মধ্যে থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহবান জানিয়ে উপস্থিত সকল গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান।

সাংবাদিক এমরান হোসেন বাপ্পির সভাপতিত্বে ও মুহা. ফখরুদ্দীন ইমনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আবুল বাশার রানা, মনোয়ার হোসেন, মো. রুবেল মজুমদার, কামাল হোসেন নয়ন, গোলাম রসুল, কাজী সেলিম, মো. শাহজালাল উজ্জ্বল, মো. ইয়াছিন ভূঁইয়া, রহিম উদ্দীন মজুমদার সোহেল, আশিকুর রহমান মজুমদার, এনামুল হক নোমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মো. মিজানুর রহমান মিনু, মো. আবুল কাশেম মন্ডল, মো. মোতালেব হোসেন, মো. আব্দুর রব লাভলু, মোহাম্মদ সাইদুল হক, আব্দুর রব খন্দকার সবুজ, মো. মাছুম, সাকিবুল হাসান মিয়াজী, মো. ইউনুস হাসান সজীব, মো. শাহাদাত মাহমুদ, মো. আব্দুল হক, মো. সাইফ উদ্দীন, মো. শাহাদাত মজুমদার, মো. নাজির আহমেদ, অভি খাঁন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD