1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে ইউএনওর পূজা মণ্ডপ পরিদর্শন - Dainik Cumilla
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ভারতীয় মোবাইল ও ডিসপ্লে জব্দ বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ কুমিল্লায় সুদের টাকা আদায়ে বৃদ্ধকে বেঁধে নির্যাতন, মূল হোতা আটক ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে ২ ব্যাক্তিকে কারাদণ্ড ব্রাহ্মণপাড়া ইউএনওর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে অবৈধভাবে জগন্নাথদীঘির পানি আটকে রাখার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে নাঙ্গলকোটে মানববন্ধন দাউদকান্দিতে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

বুড়িচংয়ে শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে ইউএনওর পূজা মণ্ডপ পরিদর্শন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২ বার পঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং:

কুমিল্লার বুড়িচং উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে তিনি উপজেলা সদর , ষোননল ও পীরযাত্রাপুর ইউনিয়নের বেশ কয়েকটি পূজা মণ্ডপে গিয়ে পূজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদক এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের কন্ট্রোলরুম এবং জরুরি সেবা সংক্রান্ত মোবাইল নম্বর সম্বলিত ফেস্টুন তুলে দেন। এর আগে প্রতিটি মন্দিরে আধা টন করে জি আর চাল বিতরণ করা হয়েছে।পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।

ইউএনও তানভীর হোসেন বলেন, “দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি এখন এ দেশের একটি সর্বজনীন উৎসব। তাই আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পূজার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, টহল ব্যবস্থা ও কন্ট্রোলরুমের নম্বর দেওয়া হয়েছে, যাতে প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। আপনারা নিশ্চিন্তে পূজার আনন্দ উপভোগ করবেন—এটাই আমাদের প্রত্যাশা।

ইউএনও জানান, এ বছর বুড়িচং উপজেলায় একটি শিব দূর্গা মন্দির,একটি ঘট পূজাসহ মোট ৪১ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপেই নিরাপত্তা জোরদার করতে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক রাজাপুর ও বাকশীমূল ইউনিয়নের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD