গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং:
কুমিল্লার বুড়িচং উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে তিনি উপজেলা সদর , ষোননল ও পীরযাত্রাপুর ইউনিয়নের বেশ কয়েকটি পূজা মণ্ডপে গিয়ে পূজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদক এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের কন্ট্রোলরুম এবং জরুরি সেবা সংক্রান্ত মোবাইল নম্বর সম্বলিত ফেস্টুন তুলে দেন। এর আগে প্রতিটি মন্দিরে আধা টন করে জি আর চাল বিতরণ করা হয়েছে।পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।
ইউএনও তানভীর হোসেন বলেন, “দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি এখন এ দেশের একটি সর্বজনীন উৎসব। তাই আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পূজার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, টহল ব্যবস্থা ও কন্ট্রোলরুমের নম্বর দেওয়া হয়েছে, যাতে প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। আপনারা নিশ্চিন্তে পূজার আনন্দ উপভোগ করবেন—এটাই আমাদের প্রত্যাশা।
ইউএনও জানান, এ বছর বুড়িচং উপজেলায় একটি শিব দূর্গা মন্দির,একটি ঘট পূজাসহ মোট ৪১ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপেই নিরাপত্তা জোরদার করতে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক রাজাপুর ও বাকশীমূল ইউনিয়নের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন।