চৌদ্দগ্রাম প্রতিনিধি:
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লার চৌদ্দগ্রামে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১২আগস্ট) সকালে চৌদ্দগ্রাম উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সরওয়ার লিমা। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে সনদ ও যুব ঋণের চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
উপজেলা যুব উন্নয়ন কমকর্তা মো. সফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা এ কে এম মীর হোসেন, উপজেলা কৃষি কমকর্তা কৃষিবিদ মোহাম্মদ জুবায়ের আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. বেলাল হোসাইন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো: গিয়াস উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. মামুনুর রশিদ মজুমদার, পৌর জামায়াতে ইসলামীর যুব বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মাসুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এছাক বেপারী, যুব মহিলা সংগঠন ‘নবনিতা ক্লাব’ এর সাধারণ সম্পাদক সানজিদা আক্তার প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।