1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে বিনাধান-১৯, ২১ ও ব্রি ধান-৪৮ এর মূল্যায়ন শীর্ষক মাঠ দিবস পালিত - Dainik Cumilla
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে ইউনিয়ন বিএনপি’র পুনরায় গ্রহণযোগ্য সম্মেলন দাবিতে সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত চৌদ্দগ্রামে বিনাধান-১৯, ২১ ও ব্রি ধান-৪৮ এর মূল্যায়ন শীর্ষক মাঠ দিবস পালিত লাকসামে যুব দিবসে আলোচনা সভা কুমিল্লায় ৭৫ বোতল স্কাফসহ একজন মাদক কারবারিকে আটক কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর অভিযানে ছাত্রলীগ নেতা রকি গ্রেফতার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বুড়িচংয়ে আলোচনা,সনদ প্রদান ও চেক বিতরণ নাঙ্গলকোটে বিএনপির আমি-ডামি নির্বাচন বর্জন করে সংবাদ সম্মেলন কুমিল্লায় বিএনপির কাউন্সিল প্রার্থীদের মনোনয়ন জমা, বাছাই-প্রতীক বরাদ্দ সম্পন্ন

চৌদ্দগ্রামে বিনাধান-১৯, ২১ ও ব্রি ধান-৪৮ এর মূল্যায়ন শীর্ষক মাঠ দিবস পালিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১২ বার পঠিত

চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে “প্রায়োগিক পরীক্ষণ মাঠে বিনাধান-১৯, ২১ ও ব্রি ধান-৪৮ এর মূল্যায়ণ” শীর্ষক মাঠ দিবস পালিত হয়েছে।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), কুমিল্লা উপকেন্দ্রের উদ্যোগে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চৌদ্দগ্রাম, কুমিল্লার সার্বিক সহযোগিতায় মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে এ উপলক্ষে আয়োজিত মাঠ দিবস অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), ময়মনসিংহ এর মহা-পরিচালক ড. মো: আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প এর প্রকল্প পরিচালক ড. মো: মাহবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা’র উপ-পরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিনা উপকেন্দ্র, কুমিল্লা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো: হাসানুজ্জামান রনি, চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ জুবায়ের আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো: হামিদুল রসুল।

অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্যে বক্তরা বলেন, বিনাধান-১৯, বিনাধান-২১ এ জাতগুলো স্বল্পজীবনকালীন, খরাসহিষ্ণু ও সম্প্রসারণযোগ্য। এছাড়াও ব্রি ধান-৪৮ ও আউশ মৌসুমের উচ্চ ফলনশীল একটি ধান। কৃষকদের উচিত এ ধানগুলো চাষ করা এবং যথাযথ কৃষি নির্দেশনা মেনে পরিচর্যা করা। এতে কৃষকরা বেশ লাভবান হওয়ার পাশাপাশি দেশের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতে পারবে। আমরা আশা করবো ভবিষ্যতে অত্র অঞ্চলের কৃষকরা উল্লেখিত জাতের ধান চাষে আরও উদ্বুদ্ধ হবে। এ সময় তারা স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার কৃষিবীজ বিতরণ সহ কৃষি খাতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উপজেলার উজিরপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: কামরুল হাসান ও বিনা উপকেন্দ্র, কুমিল্লা’র সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো: আরিফ হোসেনের যৌথ পরিচালনায় মাঠ দিবস অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোসাম্মৎ নাঈমা আক্তার, উজিরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: আব্দুল হাই, সাবেক ইউপি সদস্য মো: আব্দুল আজীজ, মো: সাহিদুর রহমান, মো: আমির হোসেন, তরুন কৃষি উদ্যোক্তা মো: আবু হানিফ রাকিব, স্থানীয় কৃষক মো: আব্দুল লতিফ, মো: আব্দুর রহিম, মো: সেলিম, মো: মীর হোসেন, মাওলানা আবুল খায়ের, মো: আব্দুর রশিদ, শুয়া মিয়া, বাগান চাষি মো: মামুন মিয়া সহ স্থানীয় কৃষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD