ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গাজীপুরে প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে৷
রবিবার ১০ আগস্ট বিকালে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের আয়োজনে এ মানব বন্ধন করা হয়েছে৷
ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল কুদ্দুস এর সভাপতিত্বে মানব বন্ধনে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কুমিল্লার জমিন, আমাদের সময়. কম, এবং ডেইলি পোস্ট পত্রিকার সাংবাদিক ফারুক আহাম্মদ, চ্যানেল এস এবং মানব কন্ঠের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি প্রেসক্লবের যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ হারুনর রশিদ, দৈনিক আজকের পত্রিকা, এবং দৈনিক রুপসী বাংলার ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সাংবাদিক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক গাজী রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক ও মানব জমিনের ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সাংবাদিক সাইফুল ইসলাম ভূইয়া, প্রচার সম্পাদক ও কালবেলার ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সাংবাদিক মোঃ আতাউর রহমান, অর্থবিষয়ক সম্পাদক ও দৈনিক ভোরের সূর্যোদয়ের ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সাংবাদিক রেজাউল করিম শাকিল,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ এর স্টাফরির্পোটার সাংবাদিক ইমাম উদ্দিন, যায় যায় দিন পত্রিকার ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সদস্য মোঃ বাসির উদ্দিন,সদস্য ও দৈনিক ভোরের কলাম পত্রিকার ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সোহেল খান চৌধুরী, সদস্য ও দৈনিক নয়া দিগন্তের ব্রাহ্মণপাড়া প্রতিনিধি উসমান ভূইয়া, সদস্য ও দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ এর স্টাফরির্পোটার সোহেল ইসলাম৷
মানব বন্ধনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িতদের বিচার দ্রুত সময়ে মধ্যে বাস্তবায়ন করার দাবি জানান৷ পাশাপাশি সারাদেশে সাংবাদিকরা যেন কোন প্রকার বাধাবিপত্তি ছাড়া তাদের কাজ করতে পারে সে জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান৷