
আবুল কালাম আজাদ:
২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে নিহত কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচ শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার(৫ আগষ্ট) দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহীদদের কবরস্থানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
মঙ্গলবার তাঁরা প্রথমে ধামঘর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রমের শহীদ আল মামুন আমানতের কবর জিয়ারত করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর একে একে যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের শহীদ আউয়াল মিয়া, টনকি ইউনিয়নের চৈনপুর গ্রামের ইমন মিয়া, বাঙ্গরা পূর্ব ইউনিয়নের দৌলতপুর গ্রামের নাজমুল কাজী এবং রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমিননগর গ্রামের মো. পারভেজের কবরস্থানে যান।
শ্রদ্ধা নিবেদনের পর ইউএনও মোঃ আবদুর রহমান শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের যে কোনো প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, “শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস। তাঁদের পরিবার আমাদের কাছে অত্যন্ত সম্মানের পাত্র। তাঁদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।”
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাকিব হাসান খাঁন, উপজেলা প্রকৌশলী ফয়সাল বারী পূর্ণ, মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আক্তার নুপুর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলিউল্লাহ প্রমুখ।