হাবিব হাসান,ভালুকা(ময়মনসিংহ) ।।
ময়মনসিংহের ভালুকায় (২৫শে মার্চ) সকালে মল্লিকবাড়ী ইউনিয়নের গোবুদিয়া মধ্যপাড়ায় খেজুর গাছ পড়ে এক গৃহিনীর মৃত্যু হয়েছে।
নিহত মোছাঃ চায়না আক্তার(৩০) ওই এলাকার
মোঃ নুরু মিয়ার স্ত্রী। জানাযায়, নিহত চায়না আক্তার শাশুড়ির জন্য রান্না করার সময় উঠানে দাঁড়িয়ে থাকা একটি খেজুর গাছ হঠাৎ উপরে আছড়ে পড়লে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় ইউপি সদস্য আতিকুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি খেজুর গাছের গুরি নষ্ট পঁচে আছে।একটু বাতাসে গাছটি তার উপর পরে যায় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার
ওসি(তদন্ত) জাহাঙ্গীর আলম।