1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে সাফল্য ধারা বজায় রেখে উপজেলায় সেরা হলো করপাটি হাজী মনির উদ্দিন বালিকা বিদ্যালয় - Dainik Cumilla
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটের বাঙ্গড্ডা এডুকেয়ার স্কুলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা ‎বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার উপর হামলার প্রতিবাদে নাঙ্গলকোটের বক্সগঞ্জে বিক্ষোভ ব্রাহ্মণপাড়ায় শতবর্ষী সরকারি খাল উদ্বারের আকুল আবেদন এলাকাবাসীর চৌদ্দগ্রামে সাফল্য ধারা বজায় রেখে উপজেলায় সেরা হলো করপাটি হাজী মনির উদ্দিন বালিকা বিদ্যালয় গাঁজাসহ র‌্যাবের হাতে আটক স্বেচ্ছাসেবকদল নেতা জাফরকে চিরস্থায়ী বহিষ্কার আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক কুমিল্লায় চাঁদাবাজি বন্ধ ও মাদক সহনীয় পর্যায়ে রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন কুমিল্লায় ওয়ার্ড আ.লীগ সভাপতি আব্দুল হামিদকে মারধর করে পুলিশে সোপর্দ কুমিল্লায় ৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রির অভিযোগ নাঙ্গলকোট ডায়াবেটিস সমিতির বার্ষিক সাধারণ সভা হত্যা চাঁদাবাজি দখলদারত্বের বিরুদ্ধে কুমিল্লায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

চৌদ্দগ্রামে সাফল্য ধারা বজায় রেখে উপজেলায় সেরা হলো করপাটি হাজী মনির উদ্দিন বালিকা বিদ্যালয়

  • প্রকাশিতঃ রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৫ বার পঠিত

চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিগত দিনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উপজেলা পর্যায়ে এসএসসি-২০২৫ এর ফলাফলে সেরা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করেছে করপাটি হাজী মনির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়। গত বৃহস্পতিবার (১০ জুলাই) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত এবারের এসএসসি পরীক্ষার ফলাফল বিবরণী থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এবার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বিদ্যালয় থেকে মোট ৩৪ জন ছাত্রী অংশগ্রহণ করে ৩২ জন কৃতকার্য হয়। শতকরা হিসেবে যা উপজেলায় সর্বোচ্চ ৯৪%। কৃতকার্য হওয়া শিক্ষার্থীদের মধ্যে ১ জন গোল্ডেন এ প্লাস, ৩ জন এ গ্রেড, ৮ জন এ মাইনাস গ্রেড, ১৪ জন বি গ্রেড এবং ৬ জন সি গ্রেড পেয়েছে। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার চৌদ্দগ্রাম উপজেলার প্রায় শিক্ষা প্রতিষ্ঠানেই ফলাফল বিপর্যয় ঘটেছে। গতবারের তুলনায় অনেক প্রতিষ্ঠানের ফলাফল বেশ নিম্নগামী। ফলাফল বিপর্যয়ের এ সময়ে তাক লাগানো ও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় বিদ্যালয়টি সমগ্র উপজেলায় প্রশংসার জোয়ারে ভাসছে। বিদ্যালয়ের পাঠদান সহ লেখাপড়ার সার্বিক মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও দক্ষ ম্যানেজিং কমিটির অনন্য ভ‚মিকায় এলাকার সাধারণ মানুষ বেশ সন্তুষ্ট। ভবিষ্যতেও ফলাফলের এ ধারাবাকিতা বজায় থাকবে বলে স্থানীয়রা প্রত্যাশা করছেন।

বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী এসএসসি পরীক্ষা-২০২৫ এ একমাত্র গোল্ডেন এ প্লাস প্রাপ্ত বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইসরাত জাহান ইথা মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে জানান, আমাদের বিদ্যালয়ের অভাবনীয় সাফল্যের মূল কারিগর হলেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ। উনাদের নিবিড় পর্যবেক্ষণ ও বিষয় ভিত্তিক পরিকল্পিত পাঠদান ভালো ফলাফলে বেশ সহায়ক ভ‚মিকা রেখেছে। আমরা শিক্ষকদের কাছে কৃতজ্ঞ। এ সময় সে তার মরহুম পিতা মো: ইমাম হোসেনকে শ্রদ্ধার সাথে স্মরণ করে মমতাময়ী মা সহ পরিবারের সদস্যদের অনন্য ত্যাগ ও ভ‚মিকার কথা স্বীকার করেন এবং তাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহ আলম বলেন, হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয় বরাবরের মত এবারও উপজেলায় ভালো ফলাফল করে সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করেছে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকবৃন্দ ও ম্যানেজিং কমিটির সার্বিক সহযোগিতায় এমন ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এমন ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ। আমি সকলের নিকট দোয়া কামনা করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD