স্টাফ রিপোর্টার।।
গতকাল বুধবার ২২ মার্চ দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে ইসলামী ফাউন্ডেশনের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকাল সাড়ে১১ টায় কুমিল্লা শিল্পকলা একাডেমি থেকে একটা রেলি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সমাপ্তি হয়। তারপর বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সবার কার্যক্রম শুরু করা হয়।কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি কাজি মতিউল ইসলাম, কুমিল্লা ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মোঃ আব্দুল মান্নান বক্তব্য রাখেন মাওলানা মিজানুর রহমান, মাওলানা নোমান আলমগীর সফিউল্লাহ ।
প্রধান অতিথির বক্তব্যে পঙ্কজ বড়ুয়া বলেন স্থানে একটি শান্তির ধর্ম। ইসলামের অন্য ধর্মের প্রতি অবহেলা বা কটুক্তি করার করার কোনো বিধান নেই। ইসলামের জীবন বিধান অনেক আদর্শনীয় ও অনুকরণীয়। দেশের সকল মসজিদের ইমামগণ ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরলে দেশের পরিস্থিতি আরও সহনশীল হবে।